Wednesday, November 12, 2025

পাহাড়ে ভোটে জিততে বা জেতাতে পারেন না, তবুও বিমলকে ঠেকাতে শেষ চেষ্টা বিনয়ের

Date:

কিশোর সাহা

তিনি তৃণমূল প্রার্থীকে গত লোকসভা ভোটে দার্জিলিং পাহাড় থেকে লিড তো দূরের কথা উল্লেখ করার মতো জনসমর্থন দিতে ব্যর্থ হয়েছেন। নিজে উপনির্বাচনে দাঁড়িয়ে হেরেছেন আড়ালে থাকা বিমল গুরুংয়ের প্রার্থীর কাছে। সেই তিনি মানে বিনয় তামাং তাই বিমল গুরুংয়ের পাহাড়ে ফেরা আটকাতে মরিয়া। রোজই নিজের লোকজনদের জড়ো করিয়ে নানা এলাকায় বিমল বিরোধী মিছিল করাচ্ছেন। অথচ, বিমলের অনুগামীরা দাবি করছেন, বিনয় আসলে বিমল ফিরলে যাতে রাজনৈতিক ও প্রশাসনিক কোনও সমস্যায় পড়তে না হয় তা নিশ্চিত করতেই সচেষ্ট। এমনকী, গুরুং অনুগামী তিন জন নেতা ও একজন আইনজীবীর সঙ্গেও কথাবার্তা চলছে বিনয়ের। সূত্র বলছে, সকলেই বিনয়কে জানিয়ে দিয়েছেন, তাঁর বাধ্যবাধকতার বিষয়টি মাথায় রেখেই বিমল গুরুং পদক্ষেপ করবেন।

শনিবার, কার্শিয়াং শহরে বিনয় তাঁর অনুগামীদের দিয়ে মিছিল করিয়েছেন। সেই ছবি, ভিডিও কলকাতায় নবান্ন, তৃণমূল দফতরে পৌঁছে দিয়েছেন। কিন্তু, ভিড় ও মিছিলকারীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা যে তেমন নেই তা অনেকেরই চোখে পড়েছে। পাহাড়ের এক গুরুং অনুগামী নেতা জানান, দার্জিলিঙে ফেরার পরে বিনয়কে ডেকে যদি গুরুং কোনও নির্দেশ দেন তা তিনি বিনা বাক্যবয়ে মানবেন বলেই তাঁরা মনে করেন। অনীত থাপা তো অতীতে বিমল গুরুংয়ের কোনও নির্দেশ অমান্য করেননি—এ কথাও জানান ওই নেতা।
আসলে রাজ্য সরকার গুরুংকে কতটা গার্ড দিয়ে পাহাড়ে পাঠাতে চায় তা বোঝার চেষ্টা করছেন বিনয় শিবিরের অনেকেই।
কারণ, অতীতে মদন তামাং খুনের ঘটনার পরে প্রায় গোটা পাহাড় বিমলকে কাঠগড়ায় তুলেছিল। বিক্ষোভ হয়েছিল। কিন্তু, বাম সরকারের আমলে বিমলকে পাহাড়ে ফেরানোর পরে দেখা গিয়েছিল গোটা পাহাড় ফের গুরংয়ের কব্জায়।

এখন যা পরিস্থিতি তাতে বিমল তিন বছর আড়ালে থেকেও পাহাড়ে বিজেপিকে সব ভোটেই জিতিয়েছেন। আগামী বিধানসভা ভোটে আড়ালে না থেকে সরাসরি তৃণমূলের সঙ্গে থেকে পাহাড়ের তিন আসন ও সমতলের নেপালু ভাষী অধ্যুষিত ১৩ আসনে জয় নিশ্চিত করে দিতে চান বিমল।
বিনয়-অনীতদের হয়ে এখন পাহাড়ে যতই মিছিল হোক না কেন, আলাদা রাজ্যের আন্দোলনের সময় ঘরদোর ছেড়ে জঙ্গলে লুকিয়ে বেড়ানো, শতাধিক মামলায় জেরবার গুরুং কিন্তু এখনো পাহাড় ও সমতলের নেপালিভাষীদের অনেকের নয়নের মণি। গত লোকসভা ভোটে দার্জিলিঙয়ে অপরিচিত রাজু বিস্তের রেকর্ড ভোটে জেতা, উপনির্বাচনে বিজেপির জয় সে কথাই বলে।

তাই গুরুং বিরোধী মিছিল করে নিজের অনুগামীদের ধরে রাখার চেষ্টায় বিনয়-অনীতরা মরিয়া হলেও পাহাড়ে সিংহভাগ কিন্তু গুরুং ফিরলে ঠিক আরও বেশি স্বশাসন মিলবে বলে আশাবাদী।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version