Monday, August 25, 2025

কেরলে কুস্তি, বাংলায় দোস্তি: কংগ্রেস সম্পর্কে সিদ্ধান্ত নিল সিপিএম

Date:

২০২১ সালে বিধানসভা ভোট হবে বাংলা ও কেরল দুই রাজ্যেই। আর এই দুই রাজ্যের নির্বাচনে কংগ্রেস সম্পর্কে সম্পূর্ণ উল্টো নীতি নিল সিপিএম। কেরলে যেখানে সিপিএমের মূল প্রতিপক্ষ কংগ্রেস, সেখানে বাংলায় সেই কংগ্রেসের সঙ্গেই নির্বাচনী জোট করবে সিপিএম। সম্পূর্ণ বিপরীতমুখী এই অবস্থানে সায় দিয়েছে সিপিএমের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি। ফলে কেরলে কংগ্রেসের সঙ্গে সম্মুখ সমরে নামলেও এরাজ্যে যে সেই কংগ্রেসের সঙ্গেই জোট হচ্ছে তা অনুমোদিত করেছে কেন্দ্রীয় কমিটি। পলিটব্যুরোর পর এবার কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ায় বাংলার বিধানসভা নির্বাচনে সিপিএম- কংগ্রেস জোট আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। এতে সামিল হবে অন্য বাম দল ও সমমনস্ক গণতান্ত্রিক শক্তি। বর্তমান সময়ে অস্তিত্ব রক্ষার লড়াই কঠিন বুঝে সিপিএমের প্রকাশ কারাত লবিও নীতি-আদর্শ নিয়ে বেশি কচকচানির পথে হাঁটেনি। এর ফলে আরও একটা বিষয় পরিষ্কার হল। তা হচ্ছে, ২০১৬তে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে পরে দলের অন্য রাজ্য ইউনিটগুলির যে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এবার অন্তত তার পুনরাবৃত্তি হবে না। একইসঙ্গে, অন্য দলের বিরুদ্ধে ‘কেন্দ্রে দোস্তি, বাংলায় কুস্তি’ বলে যে কটাক্ষ ছুড়তেন সিপিএম নেতারা, কেরল ও বাংলার বিপরীতমুখী অবস্থানের সৌজন্যে তা নিয়ে কথা বলার নৈতিক অধিকার আর থাকল না তাঁদের। আদর্শের চেয়ে অস্তিত্ব রক্ষার দায় যে ঢের বড়, বর্তমান পরিস্থিতিতে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সিপিএম।

সিপিএম কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, কেরলের ক্ষমতাসীন সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ সর্বশক্তি নিয়ে লড়বে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের বিরুদ্ধে। অন্যদিকে বাংলায় তৃণমূল ও বিজেপি বিরোধিতার স্বার্থে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের সঙ্গে জোট হবে কংগ্রেস ও অন্যান্য গণতান্ত্রিক দলের। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ডিএমকে ও কংগ্রেসের ইউপিএর সঙ্গে জোট করবে সিপিএম। বিজেপিকে ঠেকাতে অসমেও প্রয়োজন হলে কংগ্রেসের হাত ধরবে সীতারাম ইয়েচুরির দল। কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তের পর আগামী বছর রাজ্যে রাজ্যে রাহুল গান্ধী ও ইয়েচুরিদের কোথাও বন্ধু ও কোথাও শত্রু হিসাবে দেখবে আমজনতা।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version