Saturday, August 23, 2025

রবিবার, পয়লা নভেম্বর থেকেই রাজ্যে মদের দামে বড়সড় পরিবর্তন

Date:

করোনা আবহে দীর্ঘ লকডাউন পর্ব। যার জেরে বদলে গেছে অনেক কিছুই। একইভাবে বদলেছে সুরাপ্রেমীদের জীবনযাত্রা। পরিবর্তন হয়েছিল মদের দাম। যা বেড়ে গিয়েছিল অনেকটাই। ক্ষতি হয়েছিল এই ব্যবসার সঙ্গে যুক্তদের। তবে এবার নিউ নরমালে এ রাজ্যে মদের দামের বড়সড় পরিবর্তন ঘটছে। এবং সেটা রাত পোহালেই। অর্থাৎ, ১ নভেম্বর থেকে একাধিক মদের দাম পরিবর্তন হতে চলেছে।

আগামীকাল, রবিবার থেকে মদের দামে বড়সড় রদবদল হচ্ছে রাজ্যে। এক্ষেত্রে ২২টি ধাপে হবে নতুন দাম নির্ধারন করা হচ্ছে। এমনটাই সূত্রের খবর। করোনা আবহে গত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই মদের ওপরে ৩০ শতাংশ কর চাপিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তার ফলে রাজ্যে মদ ও বিয়ারের বিক্রি লকডাউনের আগের তুলনায় ৪০ শতাংশ কমে গিয়েছিল। এমনটাই দাবি কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিস-এর।

সংগঠনের পক্ষ থেকে এদিন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে কনফেডারেশনের প্রতিনিধিরা রাজ্য অর্থ সচিব ও শুল্ক সচিবের সঙ্গে সাক্ষাত করে মদের দাম পুনর্ববিবেচনা করার অনুরোধ জাননো হয়। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে মদের দামের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানায় সরকার।

অসমর্থিত সূত্রে খবর, কলকাতার এক নামী মদ বিক্রেতা সংস্থার দাবি, সরকার ৩০ শতাংশ সেল ট্যাক্স চাপিয়ে ২২টি ধাপে নতুন দাম স্থির করেছে। এর ফলে বেশকিছু দামী মদের দাম আরও বাড়তে চলেছে। তবে মানুষজন কান্ট্রি লিকারের দিকে ঝুঁকতে পারে। ইতিমধ্যেই বিয়ারের দাম অনেকেই ক।আছে কলকাতা-সহ রাজ্যজুড়ে।

আরও পড়ুন- স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে যাত্রী বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া স্টেশন

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version