Wednesday, November 5, 2025

‘সোনোয়াল-মডেলে’ই কেন্দ্রে মন্ত্রী হতে চলেছেন দিলীপ ঘোষ, জোর জল্পনা

Date:

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-মডেলেই এবার বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ‘তৈরি’ করার কথা ভাবছে দিল্লির বিজেপি৷

সোনোয়াল অসমের মুখ্যমন্ত্রী হওয়ার আগে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন কিছুদিন৷ প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করতেই তাঁকে কেন্দ্রের মন্ত্রী করেছিলো বিজেপি হাইকম্যান্ড৷ পরে অসমে ক্ষমতায় আসামাত্রই সর্বানন্দ সোনোয়ালকে ওই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে চূড়ান্ত করা হয়৷ কেন্দ্রীয়মন্ত্রী হিসাবে অর্জিত প্রশাসনিক অভিজ্ঞতা সফলভাবেই মুখ্যমন্ত্রী হিসাবে কাজে লাগিয়ে চলেছেন৷

কিছু দিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হবে। সূত্রের খবর, বঙ্গ- বিজেপির সভাপতি দিলীপ ঘোষও দলের শীর্ষ নেতৃত্ব এই সোনোয়াল-মডেলের আওতায় আসতে চলেছেন৷ বঙ্গে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী পদে দিলীপবাবুই গেরুয়া শিবিরের প্রথম পছন্দ। তাই মন্ত্রী হিসেবে কয়েক মাসের প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার সুযোগ তৈরি দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে। ঠিক এমনই হয়েছিল অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সেনওয়ালের ক্ষেত্রে।

আগামী রবিবার দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একাধিক বিষয়ে কথা বলবেন তিনি। তাঁর ঘনিষ্ঠ রাজ্য বিজেপির সদ্য অপসারিত সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে নিয়েও নিজের মতামত জানাবেন৷ অন্য বিষয়েও আলোচনা হতে পারে। এই সফরেই তিনি কেন্দ্রের মন্ত্রী হওয়ার প্রস্তাব পেতে চলেছেন বলে সূত্রের খবর৷

আরও পড়ুন: শিয়ালদহে সাফল্যের পর টানেল বোরিং মেশিন ‘উর্বি’র গন্তব্য এবার বউবাজার

একুশের বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপি ‘কৌশল’ হিসাবেই বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার আসন্ন রদবদলে একাধিক মন্ত্রী করার কথা ভেবেছে৷ সেই তালিকাতেই এক নম্বর নাম দিলীপ ঘোষের৷ কারণ একটাই, দলের শীর্ষস্তরের একাংশের মতে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এ রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি মুখ্যমন্ত্রী পদে মেদিনীপুরের সাংসদকেই প্রথম পছন্দ হিসাবে ভাবছে৷ তবে একটা সমস্যাও হচ্ছে। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী, এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে। ফলে মন্ত্রী হলে রাজ্য সভাপতির পদ ছাড়তে হতে পারে দিলীপ ঘোষকে। কিন্তু তার ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসাবে তুলে ধরা হচ্ছে অমিত শাহের নাম৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসার পরেও অমিত শাহ দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন। দলের স্বার্থেই “সাময়িক” এই সিদ্ধান্ত নিতে হয়েছিলো৷ সেভাবেই বঙ্গ-বিজেপির স্বার্থে দুই পদেই রাখা হবে দিলীপ ঘোষকে৷ ভোটের আগে বাংলায় দলের নতুন সভাপতি আনা ঝুঁকির৷ এই ঝুঁকি নিয়ে “পাকা ঘুঁটি কাঁচা”করবে না বিজেপি হাই কম্যান্ড৷

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version