তুরস্কে ভূমিকম্পে আরও বাড়ল মৃতের সংখ্যা, ধসের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা

শুক্রবার সন্ধ্যায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের বিস্তীর্ণ এলাকা৷ স্থানীয় সময় সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশে সেফেরিহিসার জেলা থেকে ১৭.২৬ কিলোমিটার দূরে আজিয়ান সাগরের ১৬.৫৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬।

আরও পড়ুন : চলে গেলেন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জেমস বন্ড স্যর শন কনারি

ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। ভেঙে পড়েছে বহু আবাসন। সেই ধ্বংসস্তূপ সরাতে শুরু করা হলে বাড়তে থাকে মৃতের সংখ্যা। প্রথমে খবর পাওয়া যায়, মৃতের সংখ্যা ছিল ৬, আহত হয়েছেন ২০০ জনের মতো৷ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৬ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত প্রায় ৮০০ জন৷ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এর্দোয়ান৷

এখনও পর্যন্ত বহুতলের ধসের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ ভূমিকম্পে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তুরস্কের ইজমির প্রদেশ। তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, বাড়তে পারে মৃতের সংখ্যাও৷ এই ভূকম্পের ফলে এজিয়ান সাগরে ছোট ছোট ঢেউয়ে সুনামি দেখা গিয়েছিল। যার কারণে জারি হয়েছে সুনামি সর্তকতা।

এদিকে এরপর থেকে প্রায় ১৯৬টি আফটার শক কম্পন অনুভব করা হয়েছে সেই এলাকায়। এখনও পর্যন্ত মোট ২৩ বার কেঁপে উঠেছে তুরস্ক, যেগুলির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪ এর বেশি৷

আরও পড়ুন : চোখের মধ্যে কৃমির বাস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

অন্যদিকে, গ্রিসের স্যামোস দ্বীপেও গতকাল ভয়াবহ ভূমিকম্প হয়েছে৷ স্যামোস দ্বীপ থেকে ১৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল৷ আমেরিকার জিওলজিক্যাল সার্ভে বলছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭৷

Previous article২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক বামেদের, লাগাতার প্রচার বাংলাতেও
Next articleগুরুং–তামাং অনুগামীদের সংঘাতের আশঙ্কা এড়াতে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর, নবান্নে তলব বিনয়-অনীতদের