Sunday, November 9, 2025

ঘড়িতে তখন রাত ১২ টা বা ১টা। শুনশান রায়গঞ্জ শহরের রাজপথ। আচমকাই আলো ঝলমলে শুনশান রাজপথে একদল ভূতের দাপাদাপি। আবার সেই ভূতের দলই রাস্তায় দাঁড়িয়ে গানবাজনা ও নাচও করছেন। কিছু মানুষ যাঁরা তখনও রাস্তায় ভূত দেখে কিছুটা আতঙ্কিত। ভুল ভাঙল কিছুক্ষণ পর। যখন সেই ভূতের দলই তাঁদের হাতে তুলে দিলেন চকোলেট-সহ নানা উপহার। আসলে পশ্চিমী সংস্কৃতি মেনে রায়গঞ্জ শহরের একদল যুবক-যুবতী পালন করলেন “হ্যালোইন ডে “। জানালেন স্থানীয় বাসিন্দাদের আনন্দ দেওয়ার জন্যই ‘হ্যালোইন ডে পালন’। করোনা আবহে এবার রাস্তায় তেমন মানুষ না পাওয়া যাওয়ায় কিছুটা হলেও ফিকে হয়েছে এবারে তাদের এই মজা।

ভূতের নাম শুনে ভয় নয়। মানুষের মৃত্যুর পর তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা ও জীবিতদের আনন্দ দান করতে পশ্চিমী দেশগুলিতে ৩০ অক্টোবর রাত বারোটা বাজতেই শুরু হয় “হ্যালোইন ডে” উৎসব।গত পাঁচ বছর ধরে রায়গঞ্জ শহরের একদল যুবক যুবতী মুখে নানা রঙ মেখে ‘ভূত’ সেজে রাজপথে বেরিয়ে ‘হ্যালোইন ডে’ পালন করে৷ শুক্রবার রাত বারোটা বাজার পরই রায়গঞ্জ শহরের রাজপথে নেমে পড়ে তথাকথিত ভূতের দল। চলে গান, বাজনা, নাচও। পথচারীদের হাতে তুলে দেওয়া হয় চকোলেট সহ নানা উপহার।

তবে এবছর করোনা আবহ থাকায় এই ভূতের দল রাস্তায় সেভাবে দেখা পাননি পথচারীদের। ফলে অন্যান্যবারের তুলনায় কিছুটা হলে ফিকে হয়েছে হ্যালোইন ডে উৎসব।

 

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version