Wednesday, November 5, 2025

ঘোষণা করা হয়েছিল আগেই। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকে রাজ্যে ফের বাড়লো মদের দাম। রবিবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন খারাপ সুরাপ্রেমীদের। জানা গিয়েছে, এখন মোট ২২টি ধাপে নতুন দাম ধার্য করা হয়েছে। মদের ব্র্যান্ডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ২২টি ধাপ।

প্রসঙ্গত, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে গোটা দেশে লকডাউন চলাকালীন মদের উপর ৩০ শতাংশ কর চাপিয়েছিল রাজ্য সরকার। তার জেরে ব্যাপক ধাক্কা খেয়েছিল রাজ্যের মদ ব্যবসা। এরপর ফের এই দাম বৃদ্ধি। তবে এবার মদের দাম বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র বিদেশি ব্র্যান্ডের ওপর। রাজ্য সরকার নতুন হারে যে দাম নির্ধারণ করেছে, তাতে ভারতে উৎপাদিত মদের দাম ২৫ থেকে ৩০ শতাংশ দাম বেড়েছে। তবে ছোট ১৮০ মিলিলিটারের বোতলের ক্ষেত্রে দাম তেমন পরিবর্তন হচ্ছে না। নতুন বর্ধিত দামের সবথেকে বেশি প্রভাব পড়বে বড় বোতলে। শনিবার পর্যন্ত ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ছিল ৬৭০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৯৮০ টাকা। ফলে দামের বৃদ্ধি যে অনেকটাই হয়েছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: জরিমানা ৪২,৫০০ টাকা, পুলিশের হাতে স্কুটার তুলে দিলেন যুবক

দিকে এই দাম বৃদ্ধিতে কার্যত হতাশ শহরের ব্যবসায়ীরা। চলতি বছর করণা মহামারীর কারণে মার্চ-এপ্রিল মাসে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে মদের ব্যবসা। বর্তমানে উৎসবের মরশুম। এই সময় রাজ্যে মদের চাহিদা থাকে তুঙ্গে। এমন পরিস্থিতিতে নতুন করে ফের মদের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা ক্রেতারা হয়তো মুখ ফিরিয়ে নিতে পারেন।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version