Tuesday, November 11, 2025

ঘুরে বেড়ানো আর সাংবাদিক বৈঠক করা রাজ্যপালের কাজ নয়, কটাক্ষ সুজনের

Date:

পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদটি অপ্রয়োজনীয়। এই সাংবিধানিক পদটিকে এ রাজ্যে মর্যাদা দিচ্ছেন না বর্তমান রাজ্যপাল। আজ, রবিবার উত্তর ২৪ পরগনার বারাসতে বামেদের পরিচালিত ন্যায্যমূল্যে সব্জি বাজারে এসে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এবং একইসঙ্গে রাজ্যপালের কার্যকালেপের কড়া সমালোচনা করেন বাম বিধায়ক।

আরও পড়ুন : সঙ্কটমুক্ত নন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য রক্তদানের আহ্বান আর্টিস্ট ফোরামের

তিনি বলেন, রাজ্যপালের পদটি একটি সাংবিধানিক পদ, কিন্তু এই রাজ্যপাল এই পদটির বাইরে এসে কাজ করতে দেখা যাচ্ছে। পূর্বের রাজ্যপালকেও শাসক দল ব্যবহার করতো, শাসক দলের মঞ্চেও দেখা গেছে রাজ্যপালকে।রাজ্যপালের কাজ, তাঁর কোনও কথা থাকলে সংবিধান মেনে তিনি তা দিল্লিকে জানান। বারাবার সাংবাদিক সম্মেলনে করে ঘুরে বেড়ানো রাজ্যপালের কাজ হতে পারে না।

এখানেই শেষ নয়, সুর চড়িয়ে সুজনবাবু বলেন, রাজ্যপাল পদটি রাজনৈতিক অংশীদার হোক, এটা কখনই ঠিক হবে না। কিন্তু সেটাই হচ্ছে। ফলে এই রাজ্যে এই পদটি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন বাম পরিষদীয় দলনেতা।

উল্লেখ্য, জগদীপ ধনকড় বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তাঁকে নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। শুধু শাসক দল তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি ছাড়া সমস্ত বিরোধী দলই রাজ্যপালের কার্যকলাপ ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষক-ছাত্র-শিক্ষাক্ষেত্র বিশ্ববিদ্যালয়গুলিতেও রাজ্যপাল গৈরিকিকরণ করছেন বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : Shuvendu Update: শুভেন্দু ভালো ছেলে, মমতার পাশেই থাকব: সাধন পাণ্ডে

টুইট থেকে শুরু করে প্রেস কনফারেন্স, রাজ্যপালের অতিসক্রিয়তা বারেবারে বিতর্ক তৈরি করেছে। কেন্দ্র ও কেন্দ্রীয় সরকারের শাসক দলের মুখপাত্রের কাজ করছেন রাজ্যপাল, এমনও অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি একমাসের উত্তরবঙ্গে আছেন। সেখানেও সাংবাদিক বৈঠক করে বিতর্কের শিরোনামে রাজ্যপাল জগদীপ ধনকড়।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version