Saturday, November 1, 2025

সঙ্কটমুক্ত নন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য রক্তদানের আহ্বান আর্টিস্ট ফোরামের

Date:

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সঙ্কটমুক্ত নন। ডাক্তারদের ভাবাচ্ছে তাঁর শরীরে হিমোগ্লোবিন ও প্লেটলেটের ঘাটতি। অভিনেতার রক্তের চাহিদার কথা মাথায় রেখে রক্তদানের আহ্বান জানিয়েছে রাজ্যের মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। ফোরামের পক্ষ থেকে তাঁর সদস্যদের বলা হয়েছে, ‘আপনারা জানেন, আমাদের সভাপতি তথা কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ। তাঁর জীবনদায়ী চিকিত্‍‌সা চলছে। কিছু সময় অন্তর অন্তরই তাঁর প্লেটলেট/ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে। আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হন এবং রক্তদানে ইচ্ছুক হন (শুধুমাত্র A+ রক্তদাতা), তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ফোরামের অফিসে ৭০৪৪০৬১৯০১/৭০৪৪০৬৪৯০১ এই নম্বরে যোগাযোগ করুন।’

শনিবার তৃতীয় ডায়ালিসিসের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তার আর প্রয়োজন পড়েনি। পরিস্থিতির নতুন করে অবনতি হয়নি। শুক্রবার রাতেই সৌমিত্রর সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যেরা। বর্ষীয়ান অভিনেতার স্নায়বিক সমস্যা থাকলেও, গত দু’দিন ধরে চোখ খোলার চেষ্টা করছেন তিনি। চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছেন। মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে তিনি ভাল আছেন অভিনেতা। কিডনির সমস্যার কারণে দু’দফায় ডায়ালিসিস হয়েছে। তৃতীয় ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে কি না, তা জানতে এ দিন তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হয়। দেখা যায় কিডনির সমস্যা নিয়ন্ত্রিত। ফলে বাতিল করা হর ডায়ালিসিসের পরিকল্পানা। চিকিৎসকেরা এ বিষয়ে কিছুটা স্বস্তিতে থাকলেও, কোভিড এনকেফ্যালোপ্যাথি নিয়ে চিন্তিত। আন্তর্জাতিক স্নায়ুরোগ বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। আপাতত সৌমিত্র ভেন্টিলেশনেই রয়েছেন। তবে তিনি সঙ্কটমুক্ত নন বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

টানা ২২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। প্রতি মুহূর্তেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি মনিটার করছেন চিকিৎসকেরা। তার সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই কো-মর্বিডিটি এবং বয়স। তার শারীরিক অবস্থার এই খবরে সকলের তার সুস্থতার কামনা করছেন।

আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন কাজল-গৌতম, পোস্ট করলেন হলদি ও মেহেন্দির ছবি

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...
Exit mobile version