Wednesday, November 12, 2025

খায়রুল আলম, ঢাকা: সুর সম্রাট শচীন দেব বর্মণের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হল বাংলাদেশের কুমিল্লায়। শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কুমিল্লার কৃতি সন্তান শচীন দেব বর্মণ উপমহাদেশের অন্যতম সঙ্গীতজ্ঞ। তার সৃষ্ট সুর ও গান সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করেছে, সমৃদ্ধ হয়েছে কুমিল্লাবাসীও। তাই কুমিল্লাবাসীর অনুভূতির জায়গা জুড়ে রয়েছেন শচীন দেব বর্মণ।

৪৫ মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আরও বলেন, শচীন দেব বর্মণের পৈতৃক বাড়িকে শচীন কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে। তার জন্য কাজ ইতিমধ্যেই সমস্ত রকম পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে অচিরেই কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে।

এ সময় নগরীর দক্ষিণ চর্থায় শচীন দেবের পৈত্রিক বাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শচীন দেবের পথিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন: ব্যাঙ্কে মনের মতো চাকরি পেয়েও আত্মহত্যা যুবকের, কারণ জানলে আঁতকে উঠবেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক শওকত ওসমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিন্টু বেপারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন প্রমুখ।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version