Sunday, August 24, 2025

হাতে আর মাত্র দুদিন। ৩ নভেম্বর আমেরিকায় নির্বাচন। কিন্তু দেশজুড়ে আগেই শুরু হয়ে গিয়েছে আর্লি ভোটিং। নির্দিষ্ট তারিখের আগে ভোট দেওয়ার প্রবণতা বেড়েছে মার্কিন মুলুকে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ ট্রাম্প প্রশাসনের।

জানা গিয়েছে, ২০১৬ সালে নির্বাচনে যত ভোট পড়েছিল, তার দুই-তৃতীয়াংশের বেশি ভোট পড়েছে আর্লি ভোটিং- এ। আর এতেই চিন্তিত ট্রাম্প প্রশাসন। কারণ ট্রাম্প শিবিরের ধারণা, যারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন তাঁদের একটা বড় অংশ ট্রাম্প বিরোধী ভোটার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই আর্লিং ভোটিং- এ ৯১.৬ মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে মোট ভোটার সংখ্যা পূর্ববর্তী বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এই আগাম ভোট দেওয়ার প্রবণতায় অবশ্য খুশি ডেমোক্র্যাটরা।


কী এই আর্লি ভোটিং? আমেরিকার সবদেশেই নির্দিষ্ট দিনের আগে ভোট দেওয়ার সুযোগ থাকে। খামের মাধ্যমে পোস্টাল ব্যালটে বা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যায়। নির্দিষ্ট দিনের থেকে ৫০ দিন আগে এই ভোট প্রক্রিয়া শুরু হয়। কিন্তু চলতি বছর আগাম ভোট দেওয়ার প্রবণতা কেন? অনেকের ধারণা ভিড় এড়াতে এই পদ্ধতি সঠিক বলে মনে করছেন আমেরিকাবাসী। কিন্তু ভিড় যে একেবারেই হচ্ছে না তা নয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, টেক্সাস, হাওয়াই এর মতো জায়গায় ইতিমধ্যেই অর্ধেকের বেশি ভোটার ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের রেকর্ড পেরিয়ে গিয়েছে।

আরও পড়ুন:সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে দ্বিপাক্ষিক চুক্তির প্রতি চিনকে শ্রদ্ধাশীল হতে হবে : এস জয়শঙ্কর

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version