Monday, November 10, 2025

হাতে আর মাত্র দুদিন। ৩ নভেম্বর আমেরিকায় নির্বাচন। কিন্তু দেশজুড়ে আগেই শুরু হয়ে গিয়েছে আর্লি ভোটিং। নির্দিষ্ট তারিখের আগে ভোট দেওয়ার প্রবণতা বেড়েছে মার্কিন মুলুকে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ ট্রাম্প প্রশাসনের।

জানা গিয়েছে, ২০১৬ সালে নির্বাচনে যত ভোট পড়েছিল, তার দুই-তৃতীয়াংশের বেশি ভোট পড়েছে আর্লি ভোটিং- এ। আর এতেই চিন্তিত ট্রাম্প প্রশাসন। কারণ ট্রাম্প শিবিরের ধারণা, যারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন তাঁদের একটা বড় অংশ ট্রাম্প বিরোধী ভোটার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই আর্লিং ভোটিং- এ ৯১.৬ মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে মোট ভোটার সংখ্যা পূর্ববর্তী বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এই আগাম ভোট দেওয়ার প্রবণতায় অবশ্য খুশি ডেমোক্র্যাটরা।


কী এই আর্লি ভোটিং? আমেরিকার সবদেশেই নির্দিষ্ট দিনের আগে ভোট দেওয়ার সুযোগ থাকে। খামের মাধ্যমে পোস্টাল ব্যালটে বা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যায়। নির্দিষ্ট দিনের থেকে ৫০ দিন আগে এই ভোট প্রক্রিয়া শুরু হয়। কিন্তু চলতি বছর আগাম ভোট দেওয়ার প্রবণতা কেন? অনেকের ধারণা ভিড় এড়াতে এই পদ্ধতি সঠিক বলে মনে করছেন আমেরিকাবাসী। কিন্তু ভিড় যে একেবারেই হচ্ছে না তা নয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, টেক্সাস, হাওয়াই এর মতো জায়গায় ইতিমধ্যেই অর্ধেকের বেশি ভোটার ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের রেকর্ড পেরিয়ে গিয়েছে।

আরও পড়ুন:সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে দ্বিপাক্ষিক চুক্তির প্রতি চিনকে শ্রদ্ধাশীল হতে হবে : এস জয়শঙ্কর

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...
Exit mobile version