নামখানায় ফিরে এলেন দুর্ঘটনার শিকার হওয়া (Fishermen Rescue) ট্রলারের ১১ জন মৎস্যজীবী। তবে এখনও নিখোঁজ পাঁচজন। কাকদ্বীপে ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কা মারার অভিযোগ ওঠে বাংলাদেশি নৌবাহিনীর বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর নামখানা খেয়াঘাট থেকে এফবি পারমিতা–১১ নামের একটি ট্রলার ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল। সেদিন রাতেই দুর্ঘটনাটি ঘটে। ধাক্কার জেরে ট্রলারটি গভীর সমুদ্রে ডুবে যায়।
ঘটনার পর ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁরা নিরাপদে নামখানায় ফিরে আসায় পরিবারগুলির মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, এখনও পাঁচজন মৎস্যজীবীর কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠা কাটেনি। নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পাঁচজনের কোনও সন্ধান পাওয়া যায়নি। নামখানা ও আশপাশের উপকূলবর্তী এলাকায় ঘটনাটি ঘিরে চরম উদ্বেগের পরিবেশ। আরও পড়ুন: জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী
–
–
–
–
–
–
–
–
