দুয়ারে টি২০ বিশ্বকাপ, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেই প্রস্তুতিটা সেরে নিতে চাইছে টিম ইন্ডিয়া। তবে তৃতীয় টি২০ ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। এমনকি শেষ দুটি ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় আছে।
বুমরাহের(Jasprit Bumrah) চোট নেই। পারিবারিক কারণেই খেলতে পারবেন না বুমরাহ। সংবাদসংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, বুমরাহের পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ। হাসপাতালে আছেন তিনি, কঠিন সময়ে পরিবারের পাশে থাকতেই বাড়ি ফিরে গিয়েছেন ভারতীয় তারকা পেসার।
অসুস্থ সদস্য বুমরাহের কে হন, তা অবশ্য জানা যায়নি। তবে বোর্ড সূত্রে জানা গিয়েছে, অসুস্থ মানুষটি বুমরাহের কাছে মানুষ। তাই এই সময় তিনি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পেসারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে দল ও বোর্ড। ফলে শেষ দুই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।
এদিকে শেষ দুটি ম্যাচে ভারতীয় দল থেকে বাদ গিয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ। মঙ্গলবার চতুর্থ টি২০ ম্যাচে নামার আগে দলের সকলে মিলে দেখতে গেলেন সদ্য মুক্তি পাওয়া ছবি ‘ধুরন্ধর’।লখনউয়ে একটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে যান টিম ইন্ডিয়ার সদস্যরা।
–
–
–
–
