যুবভারতীতে (Yuba Bharati) লিওনেল মেসির (Loinel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার (State Government)। শনিবারের ঘটনার জন্য শোকজ (Show Cause) করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ ও ক্রীড়া দফতরের সচিব রাজীব কুমার সিনহাকে শোকজ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের কারণদর্শানোর নোটিশের উত্তর দিতে হবে। যুবভারতীর সিইও দেবকুমার নন্দকেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে যুবভারতীতে (Yuba Bharati) বিশৃঙ্খলার দায়ে বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, প্রথমেই শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। একই সঙ্গে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার দিন ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে বিধাননগরের ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও সরিয়ে দিয়েছে নবান্ন।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার তদন্ত কমিটির সুপারিশ মেনে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ওই দলে রয়েছেন পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর—এই চার জন আইপিএস অফিসার। প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনে গাফিলতির বিষয়গুলি খতিয়ে দেখে রিপোর্ট দেবে এই সিট।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনে আরও পদক্ষেপ করা হতে পারে। যুবভারতীর ঘটনার দায়িত্ব নির্ধারণে কোনও রকম শৈথিল্য দেখানো হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
–
–
–
–
