Saturday, August 23, 2025

ব্যাঙ্কে মনের মতো চাকরি পেয়েও আত্মহত্যা যুবকের, কারণ জানলে আঁতকে উঠবেন

Date:

দীর্ঘ বেকারত্বের জ্বালা। অনেক পড়াশোনা চালিয়ে, পরীক্ষা দিয়েও মিলছিল না চাকরি। জীবন নিয়ে কার্যত দিশাহীন ও তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন। একটা সময় ঈশ্বরের কাছে অদ্ভুত প্রতিজ্ঞা করেছিলেন, চাকরি পেলে ঈশ্বরকেই জীবন উৎসর্গ করে দেবেন।

যেমন কথা তেমন কাজ। চাকরি পাওয়ার পর ঈশ্বরকে দেওয়া কথা রাখতে জীবন উৎসর্গ করলেন কন্যাকুমারীর এল্লুভিল্লাইয়ের বছর ৩২-এর সি নবীন।

অনেক চেষ্টার পর সম্প্রতি মুম্বইয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি পান নবীন। এবং এই চাকরি ছিল তাঁর মনের মতোই। পছন্দ মতোই। বেতনও ভালো। কিন্তু নিজের প্রতিজ্ঞা পালনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন নবীন।

জানা গিয়েছে, দীর্ঘদিন বেকার থাকায় হতাশায় ভুগছিলেন নবীন। চাকরি পাওয়ার পর কাজে যোগ দেন। কয়েক সপ্তাহ মন দিয়ে কাজও করেন তিনি। এরপর গত বৃহস্পতিবার তিনি বিমান ধরে তিরুঅনন্তপুরম আসেন। সেখান থেকে যান মার্থান্দমে এক বন্ধুর সঙ্গে দেখা করতে। তারপর বাসে চড়ে যান নাগেরকয়েল। তারপর রাজাক্কমঙ্গলম ব্লকের পুথেরি গ্রামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। গত শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়।

তাঁর মৃতদেহের পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা, ঈশ্বরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি পেলে তাঁর আশ্রয়ে আসবেন, সেই প্রতিশ্রুতিই পালন করছেন তিনি। যদিও শুধুমাত্র এই কারণেই আত্মহত্যা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও। এদিকে এই ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে মৃতের পরিবারের সদস্যদের মধ্যে।

আরও পড়ুন:শাসন আর উন্নয়নে যোগীর রাজ্য দেশে ‘নিকৃষ্টতম’!

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version