মোদিকে তাড়া করে বিহার থেকে বাগডোগরায় রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাড়া করে বাংলায় এলেন রাহুল গান্ধী। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ শিলিগুড়ির বাগডোগরায় নামেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে দলের চার সাংসদের সঙ্গে ছোট্ট বৈঠক সেরে বিহারে প্রচারে চলে যান। প্রধানমন্ত্রী বাগডোগরা ছাড়ার ঘন্টা দেড়েকের মধ্যে সেখানে পৌঁছন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি সেখান থেকে বিহারে প্রচার সেরে ফের ফেরেন বাগডোগরায়। সন্ধ্যায় তিনি পরিচিত হোটেলে ওঠেন। কাল, বুধবার সকালে তিনি ফের দিল্লি ফিরে যাবেন বলে খবর।

আরও পড়ুন- ভোট প্রচারে বাংলা ছুঁয়ে বিহার গেলেন মোদি