সবে পেরিয়েছেন ৬০তম জন্মদিন। আর তার মাঝেই খারাপ খবর। অসুস্থ ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। ভর্তি করা হল হাসপাতালে।

আর্জেন্টিনারই লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে মারাদোনাকে। ডাক্তাররা কোন কোন সমস্যার কথা জানিয়েছেন?
জানিয়েছেন এক, মারাদোনার শরীরে জল কম রয়েছে, ডিহাইড্রেশন সমস্যা।
দুই, রক্তাল্পতার সমস্যা রয়েছে।
তিন, আছে মানসিক সমস্যাও।
চার, শরীরে করোনার লক্ষণ নেই।
পাঁচ, টানা চিকিৎসার প্রয়োজন। আপাতত ৩দিন পর্যবেক্ষণে থাকবেন।


Diego Maradona has been admitted into a hospital in La Plata. No further info at present
— GOLAZO (@golazoargentino) November 2, 2020
ক্রীড়া জগতে রটে যায়, মারাদোনার স্ট্রোক হয়েছে। কিন্তু মারাদোনার চিকিৎসক গোলাজো সেই খবর উড়িয়ে দিয়ে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই মারাদনা অসুস্থ ছিলেন। ছিল মানসিক সমস্যাও। কয়েকদিন আগেই স্থানীয় ক্লাবের মাঠে জন্মদিনের কেক কেটে ৬০তম জন্মদিন পালন করেন। কিন্তু আচমকা শরীর খারাপ হওয়ায় দ্রুত মাঠ ছাড়েন। তারপর তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি।

আরও পড়ুন-নদিয়ার মৃত যুবক দলীয় কর্মী নন, মানলেন দিলীপ


সোমবার রাতে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ক্রীড়ামোদীরা চমকে যান।
