অশ্লীলতার দায়ে এবার কাঠগড়ায় ‘তৃণমূল নেতা’, প্রকাশ্যে জুতোপেটা অভিযুক্তকে

অশ্লীলতার দায়ে এবার কাঠগড়ায় তৃণমূল নেতা। মহিলাদের অশ্লীল মেসেজ পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মঙ্গলবার দুপুরে রাজারহাটের দশদ্রোণে তাঁকে জুতোপেটা করল উত্তেজিত জনতা। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেননি অভিযুক্ত বুদ্ধদেব দাস। তবে, অভিযুক্তের সঙ্গে দলের কোনওরকম কোনও সম্পর্ক নেই বলে দাবি রাজারহাট তৃণমূলের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার মহিলাদের উত্যক্ত করতেন বুদ্ধদেব দাস। অশ্লীল মেসেজ পাঠাতেন ঔ কুপ্রস্তাবও দিতেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকার মহিলাদের মধ্যে ক্ষোভ জমছিল। এই পরিস্থিতিতে সম্প্রতি এক মহিলাকে ফের অশ্লীল মেসেজ করেন বুদ্ধদেব দাস।

আরও পড়ুন- অনিশ্চয়তায় প্রহর গুনছে বাজি ব্যবসার সঙ্গে যুক্ত বাংলার ৩০ লক্ষ মানুষ

বিষয়টি স্থানীয়দের জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগও জানান ওই মহিলা। এরপর মঙ্গলবার বুদ্ধদেব দাসকে নাগালে পেয়েই তাঁর উপর চড়াও হন এলাকার মহিলারা। তাঁকে এলোপাথাড়ি জুতোপেটা করেন তাঁরা।

ঘটনাস্থলে পৌঁছিয়ে উত্তেজিত জনতাকে আয়ত্বে আনে বাগুইআটি থানার পুলিশ।অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ সূত্রে খবর, এর আগেও বুদ্ধদেবের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। মহিলাদের অভিযোগের ভিত্তিতে তাঁকে সতর্কও করা হয়েছে। কিন্তু তাতেও তাঁর স্বভাব পালটায়নি অভিযোগে।

আরও পড়ুন- ধর্ষণ মামলা মিথ্যে, মামলাকরীকে ৫ বছরের কারাদণ্ড