Sunday, January 11, 2026

করোনাকালে বাড়ির দরজায় ডক্টর জোয়েব

Date:

Share post:

মালদহঃ কালিয়াচক। নামটা শুনলেই মনের মধ্যে ঘুরে ফিরে আসে বোমাবাজি, জালনোট, রাজনৈতিক সংঘর্ষ, খুনের ঘটনা। বারবার নানা বিতর্কিত বিষয়ে খবরের শিরোনামে থাকে মালদার এই এলাকা। কিন্তু এ যেন এক অন্য কালিয়াচক।

ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস, এখানে ভগবানেরই আরেক রূপ। কেন? গ্রামের কাঁচা মাটির রাস্তা পেরিয়ে, প্রতিদিন সকালে ছুটে চলে ডাক্তারবাবুর মোটরবাইক। কোভিড পরিস্থিতিতেও, গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করেন তিনি। মঙ্গলবার জালালপুর গ্রামপঞ্চায়েতের ফতেখানি গ্রামে শতাধিক গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন জেনারেল ফিজিশিয়ান, ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস। তবে তিনি একা নন। সঙ্গে ছিলেন তাঁরই দুই সহকর্মী ডাঃ ওয়াসিম আক্রম এবং ডাঃ মামুন আল হাসান। একজন চক্ষু বিশেষজ্ঞ ও অন্যজন দন্ত বিশেষজ্ঞ। তাঁরা দুজনেও এই জেলারই বাসিন্দা।

জন্মসূত্রে কালিয়াচক মোজামপুর এলাকার বাসিন্দা হলেও ভিন রাজ্যে পড়াশোনা করেছেন ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস। বর্তমানে তিনি কলকাতার কেপিসি মেডিকেল কলেজের চিকিৎসক। কলকাতায় নিজস্ব চেম্বারও রয়েছে তাঁর। কিন্তু কয়েক বছর বাইরে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরেও মন টেকে নি তাঁর। তাই সব ছেড়ে, মাটির টানে, গ্রামের দুঃস্থ অসহায় মানুষদের পরিষেবা দিতেই ফিরে এসেছেন কালিয়াচকে।

ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস জানিয়েছেন, আপাতত ভিন রাজ্যে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। গ্রামের মানুষের পাশে থাকতে অঙ্গিকারবদ্ধ তিনি। আর এই কাজে তিনি পাশে পেয়েছেন ডাঃ ওয়াসিম আক্রম এবং ডাঃ মামুন আল হাসানকে।

তিন চিকিৎসকের মহান প্রচেষ্টায় খুশি গ্রামবাসীরাও। তাঁরা কোনওদিন স্বপ্নেও ভাবতে পারেননি এমনটাও হতে পারে। মঙ্গলবার গ্রামে গিয়ে দেখা যায় অনেকেই বলছেন “হ্যালো ডাক্তার বাবু”। কথাটা শুনে অবাক হওয়ার মতই। সাদামাটা পোশাকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে দেখা গেল ডা: জোয়েব ফারহাদ বিশ্বাসকে। হাতে তাঁর স্টেথোস্কোপ এবং প্রেসার মাপার যন্ত্র। রোগী দেখার পর প্রেসক্রিপশন লিখে বিনামূল্যে ওষুধ দিচ্ছেন ডাক্তারবাবু। তিনি এখন কালিয়াচকের সাধারণ মানুষের কাছে নয়নের মণি। কেউ কেউ তো আবার ডাক্তারবাবুকে “হিরো” বলে ডাকতেও শুরু করেছেন। এ যেন সত্যিই এক অন্য কালিয়াচক!

আরও পড়ুন- বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির উপায় খুঁজতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...