Thursday, August 21, 2025

ভারতে নেই কাশ্মীর! জুনিয়র ট্রাম্পের মানচিত্র প্রকাশ নিয়ে মোদিকে কটাক্ষ শশী থারুরের

Date:

মার্কিন মুলুকে চলছে ভোট গণনা। ট্রাম্পকে কিছুটা পিছনে ফেলে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই ভারত এবং ভারতীয়দের কথা উঠে এসেছে। আর এই বিষয়কে হাতিয়ার করে নির্বাচনী পূর্বাভাসের মানচিত্র প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র। মঙ্গলবার নির্বাচন শুরু হওয়ার পর এই মানচিত্র প্রকাশ করেন তিনি।


ট্রাম্প জুনিয়রের পোস্ট করা মানচিত্র দেখা যাচ্ছে বিশ্বের অধিকাংশ দেশই রিপাবলিকান পার্টির লাল রঙে রাঙানো। ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া সহ মার্কিনবিরোধী দেশ গুলিকে লাল রঙে দেখানো হয়েছে। এ মানচিত্র থেকে স্পষ্ট, তিনি বলতে চেয়েছেন তাঁর বাবা এবং রিপাবলিকান পার্টিকে সমর্থন করছে সারা বিশ্ব। ভারত মেক্সিকো এবং চিনের উপর বলানো হয়েছে নীল রং। যা ডেমোক্র্যাটিক পার্টির রং। শুধু তাই নয় ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে নেই জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস নেতা শশী থারুর। মানচিত্রকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী একহাত নিয়েছেন তিনি।

নিজের টুইটার হ্যান্ডেলে শশী থারুর লিখেছেন, “নরেন্দ্র মোদির ব্রোমেন্সের জন্য কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করা হয়েছে। চিন মেক্সিকো আমেরিকার শত্রুদেশ বলে পরিচিত, তাদের সঙ্গে একই তালিকায় রাখা হয়েছে ভারতকে। তাহলে কোটি কোটি টাকা খরচ করে কী লাভ হলো?”

প্রসঙ্গত, ট্রাম্প এবং মোদির বন্ধুত্বের কথা সবারই জানা।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদে ট্রাম্পকে স্বাগত জানাতে নামাস্তে ট্রাম্প ইভেন্টের আয়োজন করা হয়। কোটি কোটি টাকা ব্যয় করা হয় সেই অনুষ্ঠানে।কিন্তু মোদির বন্ধুর ছেলের এই মানচিত্র মেনে নিতে পারছেন না ভারতের বিরোধী দলের নেতারা। অনেকেই মনে করছেন, এই মানচিত্র প্রকাশ করে আসলে ভারতের সম্মানহানি করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সমীক্ষার রিপোর্টের কারণে এই মানচিত্র প্রকাশ করেছেন ট্রাম্পের পুত্র। কারণ সংশ্লিষ্ট সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মার্কিনীদের ৭২ শতাংশ ভোট দেবেন জো বাইডেন। তাই বৈরি দেশ হিসেবে দেখিয়েছেন জুনিয়র ট্রাম্প।

আরও পড়ুন:আমেরিকায় হাড্ডাহাড্ডি লড়াই: বাইডেন ২২৪, ট্রাম্প ২১৩

Related articles

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...
Exit mobile version