Sunday, August 24, 2025

লক্ষ্য আগামী বছরের বিধানসভা নির্বাচন। তার আগেই দফায় দফায় বাংলায় সফরে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার রাতে দুদিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকালে তিনি যাচ্ছেন বাঁকুড়া। রাজারহাট থেকে হেলিকপ্টারে বাঁকুড়া যাচ্ছেন শাহ।

সফরসূচি অনুযায়ী, বাঁকুড়া পৌঁছে বেলা ১১টা ২০তে প্রথমে বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করবেন অমিত শাহ।
তারপর বেলা ১১টা ৫০ থেকে দুপুর ১টা ২০: রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক বৈঠক।
বেলা ১টা ৪০, চতুর্ডিহি গ্রামে এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ। মেনুতে থাকছে ভাত, ডাল, আলু পোস্ত ও চাটনি।
দুপুর ৩টে থেকে ৫টা ফের রবীন্দ্র ভবনে বিশিষ্টদের সঙ্গে বৈঠক।

বাঁকুড়ায় এদিনের কর্মসূচি সেরে কপ্টারেই কলকাতা ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে থাকবেন নিউটাউনের হোটেলে। সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে অমিত শাহর।

বুধবার দুদিনের সফরে রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত নটা পাঁচ নাগাদ বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। বিমানবন্দরের বাইরে ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। ৪ নম্বর গেট থেকে বেরিয়ে আসতেই অমিত শাহর উপর পুষ্পবৃষ্টি করেন তাঁরা। বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার, তিনি নিউটাউন এক মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন। সেখানে মেনুতে থাকছে রুটি ডাল, পনির। বিকেলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে দেখা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। শুক্রবার রাতে কলকাতা ছাড়বেন অমিত শাহ।

আরও পড়ুন:অমিত শাহ কলকাতায় পা রাখতেই বিমানবন্দরে আগুন! তারপর?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version