Sunday, November 9, 2025

ম্যাজিক ফিগার ছোঁয়ার পথে বাইডেন, হারের ইঙ্গিত পেয়ে আইনি লড়াইয়ে ট্রাম্প

Date:

মঙ্গলবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। গোটা বিশ্বের নজর রয়েছে এই নির্বাচনের দিকে। একদিকে জো বাইডেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে প্রতিদ্বন্দিতা কাঁটায় কাঁটায় হলেও সময় যত গড়িয়েছে জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছে ডেমোক্র্যাটরা। নিয়ম অনুযায়ী আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার জন্য ম্যাজিক ফিগার ২৭০। এই সংখ্যার লক্ষ্যে লড়াইতে নেমে বর্তমানে ২৬৪ টি রাজ্যে জয় হাসিল করেছেন বাইডেন। সেখানে ট্রাম্পের মাত্র ২১৪। বুধবার মিশিগান ও উইসকনসিনে জয় হাসিল করার পর হোয়াইট হাউসের দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছেন জো বাইডেন। অন্যদিকে ট্রাম্প এর ‘ভোট ক্যাম্পিং টিম’ ভোট গণনার রুখতে তিন রাজ্যে মামলা দায়ের করেছে।

ভোট গণনা শেষ হওয়ার আগেই বুধবার নিজের জয় ঘোষণা করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে যে নিশ্চয়তা নিয়ে তিনি মাঠে নেমেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ ফিকে হতে শুরু করে। এরপরই ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে ও ভোট প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে মামলা দায়ের করার হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। সেইমতো মিশিগান, পেনসিলভেনিয়া ও জর্জিয়াতে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ে নেমেছে ট্রাম্পের ক্যাম্পেইনিং টিম। একইসঙ্গে উইসকনসিনে পুনরায় ভোট গণনার দাবি তোলা হয়েছে। এদিকে নিজের জয়ের বিষয়ে অনেক বেশি আশাবাদী দেখিয়েছে জো বাইডেনকে। বেশিরভাগ রাজ্যে জয় হাসিল করার পর বাইডেন ও উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হেরিস সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এখনই নিজেদের জয়ের কথা ঘোষণা করব না। কিন্তু যখন ভোট গণনা শেষ হবে আমরাই জয়ী হব।

আরও পড়ুন:আরও আড়াই মাস থাকছেন ট্রাম্প! সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

প্রসঙ্গত, আমেরিকার উত্তর অঞ্চলের রাজ্য মিশিগান ও উইসকনসিনে জয় হাসিল করার পর বর্তমানে জো বাইডেন জিতে রয়েছেন ২৬৪ ইলেক্টোরাল ভোটে। অন্যদিকে ট্রাম পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট। বাকি যে সমস্ত অঞ্চলগুলিতে এখনও ভোট গণনা চলছে তার বেশিরভাগ জায়গাতেই বাইডেনের জয়ের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে অংক অনুযায়ী আমেরিকাতে ম্যাজিক ফিগার ২৭০। ফলে আপাতত হোয়াইট হাউসের নতুন প্রধান হিসেবে বাইডেনকেই ধরে নিচ্ছে রাজনৈতিক মহল।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version