Wednesday, November 12, 2025

দ্বিতীয় পর্যায়ে ফ্রান্স থেকে ভারতে এল আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধ বিমান। সেগুলি এখন রয়েছে রয়েছে গুজরাটে। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ফ্রান্স থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়েছিল। ২০২৩ সালের মধ্যে সবকটি যুদ্ধ বিমান হাতে পাবে ভারত। প্রায় ২৩ বছর আগে রাশিয়া থেকে ভারতে এসেছিল সুখোই যুদ্ধ বিমান। তার দীর্ঘ সময় পর এবার ভারতীয় বিমানবাহিনীতে সংযোজিত হচ্ছে ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল। গত জুলাই মাসে প্রথম দফায় ৫টি রাফাল যুদ্ধ বিমান ভারতের মাটি স্পর্শ করেছিল। বুধবার দ্বিতীয় দফায় এল আরও তিনটি।

দ্বিতীয় দফায় আসা এই তিনটি রাফাল যুদ্ধ বিমান ফ্রান্স থেকে একটানা ৭ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে এদেশে এসে পৌঁছেছে। তিনটি রাফাল যুদ্ধ বিমান নেমেছে গুজরাটের জামনগর বিমান বন্দরে। গতবারের মত এবারও তিনটি রাফাল যুদ্ধ বিমান মাঝ আকাশেই জ্বালানী ভরেছে। প্রসঙ্গত, ২০১৬ সালে ফ্রান্সের থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিময় ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছিল ভারত। ২০২৩ সালের মধ্যেই ভারত সবকটি যুদ্ধ বিমান হাতে পাবে। গত জুলাই মাসে যে পাঁচটি রাফাল যুদ্ধ বিমান ভারতে এসেছিল সেগুলি হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে নেমেছিল। তারপর সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সেগুলিকে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী। দ্বিতীয় দফায় আরও রাফাল হাতে আসার পর চিন ও পাকিস্তান সীমান্ত সংঘাতের পরিস্থিতিতে আত্মবিশ্বাসী ভারতীয় সেনা।

আরও পড়ুন:গুজরাটের রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১২ জন শ্রমিক

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version