Saturday, August 23, 2025

লক্ষ্য আগামী বছরের বিধানসভা নির্বাচন। তার আগেই দফায় দফায় বাংলায় সফরে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার রাতে দুদিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকালে তিনি যাচ্ছেন বাঁকুড়া। রাজারহাট থেকে হেলিকপ্টারে বাঁকুড়া যাচ্ছেন শাহ।

সফরসূচি অনুযায়ী, বাঁকুড়া পৌঁছে বেলা ১১টা ২০তে প্রথমে বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করবেন অমিত শাহ।
তারপর বেলা ১১টা ৫০ থেকে দুপুর ১টা ২০: রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক বৈঠক।
বেলা ১টা ৪০, চতুর্ডিহি গ্রামে এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ। মেনুতে থাকছে ভাত, ডাল, আলু পোস্ত ও চাটনি।
দুপুর ৩টে থেকে ৫টা ফের রবীন্দ্র ভবনে বিশিষ্টদের সঙ্গে বৈঠক।

বাঁকুড়ায় এদিনের কর্মসূচি সেরে কপ্টারেই কলকাতা ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে থাকবেন নিউটাউনের হোটেলে। সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে অমিত শাহর।

বুধবার দুদিনের সফরে রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত নটা পাঁচ নাগাদ বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। বিমানবন্দরের বাইরে ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। ৪ নম্বর গেট থেকে বেরিয়ে আসতেই অমিত শাহর উপর পুষ্পবৃষ্টি করেন তাঁরা। বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার, তিনি নিউটাউন এক মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন। সেখানে মেনুতে থাকছে রুটি ডাল, পনির। বিকেলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে দেখা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। শুক্রবার রাতে কলকাতা ছাড়বেন অমিত শাহ।

আরও পড়ুন:অমিত শাহ কলকাতায় পা রাখতেই বিমানবন্দরে আগুন! তারপর?

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version