বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস) সার্টিফিকেট পেল। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা ও শৌচাগার ব্যবস্থার উন্নতিতে পুরসভার একাধিক পদক্ষেপের ফলেই এই স্বীকৃতি মিলেছে। রাস্তার বিভিন্ন জায়গায় আধুনিক পাবলিক টয়লেট ও শৌচাগার নির্মাণ করা হয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশন দপ্তরের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে সন্তোষপ্রকাশ করেছেন এবং সার্টিফিকেট পাঠিয়েছেন।
কাঁচরাপাড়া পুরসভা বিশেষ গুরুত্ব দিয়ে শহরের সৌন্দর্যায়ন করেছে। রেল শহর হিসেবে পরিচিত কাঁচরাপাড়ায় একাধিক নামীদামি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। স্টেশন থেকে গান্ধী মোড় পর্যন্ত দু’ধারে জমজমাট ব্যবসা চলে। শিয়ালদহের পর অন্যতম বড় বাজার হিসেবেও কাঁচরাপাড়ার সুনাম রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় নতুন শৌচাগার তৈরি হয়েছে। গাড়ি পার্কিং নিয়ে সচেতনতা বাড়াতে পুরসভার পক্ষ থেকে বোর্ড লাগানো হয়েছে।
হালিশহর পুরসভাও একইভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর ফলে দুই শহরেই উন্মুক্ত শৌচ বন্ধ হয়েছে। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, “এই সার্টিফিকেট আমাদের কাছে অত্যন্ত সম্মানের। আগামী দিনে আরও ভালভাবে কাজ করার জন্য এটি আমাদের উৎসাহ জোগাবে।”
আরও পড়ুন – ‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের
_
_
_
_
_
_
_