কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন কিনা তা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তিনি কী অবসরে চলে যাওয়ার পথে এমন কথাও বলতে শুরু করেছেন অনেকে। কিন্তু সামি(Mohammed Shami) লড়াই ছাড়ছেন না। সবার অলক্ষ্যেই নীরবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সামি।
দেশের জার্সিতে শেষবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই বছরেরই মার্চ মাসে খেলেছিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। এরপর থেকেই আর দলে সুযোগ পাননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁকে নিয়ে নানান কথাবার্তা শুরু হলেও শেষপর্যন্ত সামিকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছিল। এমনকী ইংল্যান্ডে ভারতের খারাপ বোলিং পারফরম্যান্সের সময়ও তাঁর কথা বারবার উঠছিল। যদিও সামিকে ডাকা হয়নি।
দলীপ ট্রফিতে(Duleep Trophy) পূর্বাঞ্চলের হয়ে খেলবেন মহম্মদ সামি(Mohammed Shami)। সেটাই যে তাঁর ফিরে আসার মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। তারই প্রস্তুতিতে নেমে পড়েছেন ভারতীয় দলের এই স্পীডস্টার। নিজেই সেই ছবি শেয়ার করেছেন মহম্মদ সামি। তবে বল হাতে নয়, সামি প্রস্তুতি সারছেন ব্যাট হাতে। বোলার হিসাবে নিজেকে তো বারবারই প্রমাণ করেছেন। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও হয়ত খানিকটা ভরসা যোগাতে চান তিনি।
এশিয়া কাপের পরই ঘরের মাঠে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে হবে দলীপ ট্রফি। সেখানেই নিজেকে প্রমাণ করতে সকলের অলক্ষ্যে শুরু করে দিয়েছেন প্রস্তুতি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও চলছে সামির প্রস্তুতি।
–
–
–
–
–
–
–