Saturday, August 23, 2025

ফের চিনা দ্রব্য বয়কটের ডাক, মধ্যপ্রদেশে বিদেশি বাজি নিষিদ্ধ সরকারের

Date:

আর কয়েকদিন পরেই দীপাবলি। উৎসবের আবহে এবার চিনা বাজি নিষিদ্ধ করল মধ্যপ্রদেশ সরকার। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

পূর্ব লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছিল কেন্দ্র। শুধু তাই নয়, একইসঙ্গে ভারতে বন্ধ করা হয় একাধিক চিনা অ্যাপ। এবার চিনা বাজি বিক্রি এবং কেনার উপর নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রদেশ সরকার। রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চিনা বাজি বিক্রি ও ব্যবহারের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বৈঠকের পরই রাজ্যের স্বরাষ্ট্র দফতর চিনা বাজি নিষিদ্ধ বলে নির্দেশিকা জারি করে।

এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যের মানুষকে স্থানীয়ভাবে তৈরি জিনিস কিনতে আবেদন জানিয়েছেন।তাঁর কথায়, ‘‘দীপাবলী আলোর উৎসব। এই উৎসবে স্থানীয় ব্যবসায়ীদের তৈরি জিনিস কিনুন। তাঁদের আরও বেশি করে উৎসাহ দিন।’’ রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ রাজৌরা বলেন, লাইসেন্স ছাড়া চিনা বা অন্য যে কোনও বিদেশি বাজি আমদানি করা সম্পূর্ণ বেআইনি। শুধু তাই নয়, বাজি মজুত বা সরবরাহ করাও নিষিদ্ধ। সরকার কোনও লাইসেন্স ইস্যু করেনি।’’ বিস্ফোরক আইনের ধারায় বেআইনি বাজি মজুত, সরবরাহ, বিক্রি ও ব্যবহার করলে ২ বছর জেল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব।

আরও পড়ুন:বিহারে গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, নিখোঁজ ২০ জন যাত্রী

Related articles

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...
Exit mobile version