Thursday, August 21, 2025

এটাই আমার শেষ ভোট, সহানুভূতির হাওয়া তুলে ঘোষণা নীতীশ কুমারের

Date:

এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভাল যার, সব ভাল তার। এই ভোটে আমাদের জেতান। বিহারে তৃতীয় তথা শেষ দফার ভোটের আগের প্রচারে বৃহস্পতিবার চমকপ্রদভাবে এই ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ সভাপতি নীতীশ কুমার। পূর্ণিয়ার প্রচারসভায় দাঁড়িয়ে নীতীশ এদিন জানিয়ে দেন, এটাই তাঁর শেষ ভোট। জনসভায় তিনি বলেন, ‘‘জেনে নিন, আজই হল ভোট প্রচারের শেষ প্রহর। পরশু ভোটগ্রহণ। আর এটাই আমার শেষ ভোট।’’

নীতীশের এদিনের ঘোষণার পর আলোড়ন শুরু হয় রাজনৈতিক মহলে। এই ঘোষণা তাঁর রাজনীতি থেকে স্বেচ্ছাবসরের ইঙ্গিত কিনা, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে বিরোধীদের বক্তব্য, হাওয়া খারাপ বুঝে ‘শেষ ভোট’ বলে আমজনতার সহানুভূতি কুড়োতে চাইছেন নীতীশ। এই বিধানসভা ভোটের নির্বাচনী সভায় নীতীশকে লক্ষ্য করে পচা ডিমও ছোড়া হয়েছে। ফলে তাঁর জনপ্রিয়তা যে কমছে তা বুঝছেন বিহারের মুখ্যমন্ত্রীও। যদিও গত দেড় দশক মু্খ্যমন্ত্রী পদে থাকলেও নীতীশ কোনওদিনই বিহারে বিধানসভা ভোটে লড়েননি। বরাবরই বিধান পরিষদের সদস্য থেকেছেন। এবারেও তিনি বিধানসভা ভোটে লড়ছেন না। তবে অতীতে একাধিকবার লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন তিনি।

আরও পড়ুন:কোভিড ছড়াতে বাংলায় মিছিল হচ্ছে, লক্ষ্মণরেখা অতিক্রম নয়: নাম না করে তোপ মমতার

এদিন শেষ দিনের প্রচারে জনতার উদ্দেশে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘‘যার শেষ ভাল, তার সব ভাল। আপনারা সকলে হাত তুলে বলুন, আমাকে ভোট দেবেন কিনা।’’ জনতা তখন সমস্বরে নীতীশকে সমর্থন জানায়।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version