Friday, August 22, 2025

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলছেই। গুঞ্জন বেড়েছে। সে গুঞ্জনকে পাত্তা দিতে রাজি নন শিশির অধিকারী। তবে ছেলেকে নিয়ে কেন রাজনৈতিক মহলে গুঞ্জন, তার নিরসনের দায় শুভেন্দুর উপরই ছেড়ে দিয়েছন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

নতুন কমিটি ঘোষণার পর শুভেন্দু প্রসঙ্গে শিশির অধিকারীর জবাব, প্রতিদিনই মিটিং করছেন, প্রতিদিনই জনসংযোগ করছেন। বসে থাকার কোনও পরিস্থিতিই নেই।

কিন্তু সভা করছেন প্রতীক কোথায়? এবার শিশিরের জবাব, প্রতীক তো নিশ্চিত আছে। প্রতীক না থাকলে মন্ত্রী আছেন কী করে? সভা উনি করতেই পারেন। একশোবার করবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক লাইনও মন্তব্য করেননি।

তবে ছেলেকে নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি বিতর্ক এড়িয়ে গিয়ে বলেছেন, জল্পনা তো হতেই পারে। জল্পনা কেন হচ্ছে, তার উত্তর একমাত্র উনিই দিতে পারবেন। নিজের আত্মীয় তথা রামনগরের বিধায়ক অখিল গিরি প্রসঙ্গেও শিশিরের সাফ কথা, ওঁর কথার জবাব আমি দেব না। কেন দেব না, সেটাও বলব না। ওঁর কথার যত কম উত্তর দেওয়া যায় ততই ভাল।

বিজেপি তো শুভেন্দুকে নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বসে আছে। এবার শিশির স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ করে বলেন, নতুন দোকান খুললে অনেককেই ডাকাডাকি করে। কিন্তু আমি বলব পরীক্ষা করে মাল নিতে হবে!

জেলা কমিটি প্রসঙ্গে শিশিরের মন্তব্য, চেষ্টা করা হয়েছে তালমিল রেখে করার। কিছু ক্ষোভ আছে আমি জানি। সেসবও মিটে যাবে। সকলকে তো এক কমিটিতে নেওয়া সম্ভব নয়। আমাদের জেলা পরিষদ সহ অন্য আরও কমিটি আছে। সেসব জায়গায় অনেককে নেওয়া হবে। কোনও ক্ষোভ থাকবে না। পূর্ব মেদিনীপুরে চেয়ারম্যান ও সভাপতি শিশির অধিকারী। কো-অর্ডিনেটর হয়েছেন তিনজন, অর্ধেন্দু মাইতি, অখিল গিরি ও আনন্দময় অধিকারী।

আরও পড়ুন:Shuvendu update : এবার টেনে আনলেন ‘নেত্রী’র প্রসঙ্গ, কোন ইঙ্গিত শুভেন্দুর?

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version