Monday, November 3, 2025

নাট্যনির্মাতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন মডেল-অভিনেত্রী শান্তা পাল। সম্প্রতি রাজধানীর রমনা থানায় অভিযোগ করেন তিনি। পরে পুলিশ অভিযুক্ত ফয়সাল ফারহাদকে আটকে করে। গত ১ নভেম্বর রাতে রমনা থানার সামনে এ নিয়ে ‘লঙ্কাকাণ্ড’ বাধান শান্তা।

শান্তার অভিযোগে, নানা প্রলোভনে ওই তরুণীকে ২০১২ সাল থেকে শ্লীলতাহানি করে আসছে ফয়সাল। এ বছরও একবার শ্লীলতাহানি করেছে ওই নির্মাতা। ফয়সালকে আটকের পর শান্তা দাবি করেন, ফয়সালের কাছে টাকা পান তিনি। পাওনা টাকা তুলে দিতে চাপ প্রয়োগ করেন পুলিশকে। কিন্তু পুলিশ এ প্রস্তাবে সাড়া না দেওয়ায় বেঁকে বসেন শান্তা। থানাতেই কখনও অজ্ঞান হওয়ার ভান, কখনও গড়াগড়ি, কখনো চিৎকার-চেঁচামেচি ও কান্নার অভিনয় করতে থাকেন।

রবিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে এই কাণ্ড। এক সময় থানা থেকে তাকে বের করে দেওয়া হলে থানার বাইরে রাস্তায় শুয়ে পড়েন শান্তা। বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় থানায় আসেন পুলিশের রমনা বিভাগের বড় কর্মকর্তারা।পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ১টার নাগাদ অনেকটা বাধ্য হয়েই ছেড়ে দেওয়া হয় ফয়সালকে।

শান্তার এমন অদ্ভুত কাণ্ডে মুহূর্তের মধ্যে ভিড় জমান উৎসুক জনতা। অবস্থা বেগতিক দেখে ওই তরুণীর নিরাপত্তায় নিয়োগ করা হয় চারজন মহিলা পুলিশ সদস্য। পরে অবশ্য শান্তা নিজেই অভিযোগ তুলে নিয়ে অভিযুক্ত যুবককে ছাড়িয়ে নিয়ে যান। এ প্রসঙ্গে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশিদ সংবাদমাধ্যমে বলেন, “ওই তরুণী ক্রমাগত সিনক্রিয়েট করছিলেন। পাঁচ-ছয় ঘণ্টা যে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তিনি, তা আমাদের কাছে একদমই নতুন অভিজ্ঞতা। সত্যি বলতে আমরা সবাই বিস্মিত। রাত ১টার দিকে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।”

এই বিষয়ে জানতে চাওয়া হলে শান্তা বলেন, “এসব কিছু হয়নি। আমি আসলে মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ মীমাংসার কথা বলায় আমি নমনীয় হই। এক সময় অভিযুক্তকে হাজতে ঢুকানোর কথা বললে আমি সিনক্রিয়েট করি। এরপর তারা ফয়সালকে ছেড়ে দেয়। আমাদের মধ্যে এখন আর কোনও দ্বন্দ্ব নেই।”

জানা গিয়েছে, তেলেগু ভাষা ও কলকাতার বাংলা ছবিতে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশী মডেল শান্তা। শান্তা তেলেগু ভাষার ‘ইয়ে রা লা ভা’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন। পরিচালক বিশ্বনাথ রাও। আর কলকাতার বাংলা ছবিটির নাম এখনও ঠিক হয়নি। তবে কলকাতার ছবিতে শান্তার বিপরীতে অঙ্কুশ হাজরা অভিনয় করবেন।

আরও পড়ুন:আইসিসির র‍্যাংকিংয়ের শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version