Monday, November 10, 2025

‘নাটক বন্ধ করুন’, অর্ণবের গ্রেপ্তারির নিন্দা করায় শাহকে পাল্টা আক্রমণ ‘সামনা’র

Date:

২০১৮ সালে ঘটা এক আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার গ্রেফতার হয়েছেন রিপাবলিক টিভি সম্পাদক অর্ণব গোস্বামী। তার গ্রেপ্তারিতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ পর আক্রমণের অভিযোগ এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিতর্ক চড়েছে গোটা দেশে। অর্ণব গোস্বামীর গ্রেফতারির বিরোধিতা করেছেন একাধিক বিজেপি নেতা। এহেন অবস্থাতেই এবার সমস্ত প্রশ্নের ধরে ধরে জবাব দিল শিবসেনার মুখপত্র ‘সামনা’। পাশাপাশি অর্ণব ইস্যুতে অমিত শাহকেও একহাত নিল শিবসেনার মুখপত্র।

বুধবার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অর্ণব গোস্বামী গ্রেফতারের পর দুঃখ প্রকাশ করে অমিত শাহ জানিয়েছিলেন, ‘এই ধরনের ঘটনা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর হামলা। মহারাষ্ট্রে জরুরি অবস্থা চলছে।’ তারই জবাব দিয়ে বৃহস্পতিবার ‘সামনা’র সম্পাদকীয় কলমে লেখা হয়, ‘এই ঘটনা কোনওভাবেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর হামলা নয়। গুজরাটেও বিজেপির বিরুদ্ধে লেখার অভিযোগে একাধিক সাংবাদিককে গ্রেফতারের ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মতো জায়গায় একাধিক সাংবাদিককে খুন করার ঘটনা ঘটেছে। তখন কারও জরুরি অবস্থার কথা মনে হয়নি। এখন দুঃখ প্রকাশের এই নাটক বন্ধ করুন।’ পাশাপাশি সামনাতে আরও দাবি করা হয়েছে, ‘মৃত নায়েকের স্ত্রী পুনরায় ওই আত্মহত্যার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। অসহায় ওই পরিবারের তরফে এ বিষয়ে আদালতে আর্জি জানানো হয়েছে। গোস্বামীকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এবার তদন্তের ভিত্তিতে এই সমস্ত তথ্য প্রকাশে আসবে। এখানে জরুরি অবস্থা, কালোদিন, সংবাদমাধ্যমের ওপর আক্রমণ এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অবান্তর।’

আরও পড়ুন: মার্কিন পালাবদলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে না, বললেন বিদেশ সচিব

এর পাশাপাশি শিবসেনার মুখপত্রে আরও জানানো হয়েছে, অর্ণব গ্রেফতারি ইস্যুতে অকারণ, অবান্তর মন্তব্য করে চলেছেন মহারাষ্ট্রের বিজেপি নেতারা। এর পেছনে ইন্ধন রয়েছে দিল্লির নেতাদের। এই গ্রেপ্তারি সঙ্গে রাজনীতি কিংবা সাংবাদিকতার কোনও যোগ নেই। পাশাপাশি শিবসেনার তরফে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে ‘নাটকবাজ’ ও ‘সুপারি সাংবাদিকতা’ বলেও অভিযোগ করা হয়েছে।

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...
Exit mobile version