Thursday, August 21, 2025

স্ত্রী-সন্তানকে খোরপোষ দিতে হবে বিবাহ বিচ্ছেদের দিন থেকেই, রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মামলা করে স্ত্রী- সন্তানদের প্রাপ্য খোরপোষ ঝুলিয়ে রাখা আর যাবেনা৷ বিবাহ বিচ্ছেদ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের৷ এখন থেকে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার প্রথম দিন থেকেই স্ত্রী-সন্তানকে খোরপোষ দিতে স্বামী বা পিতা বাধ্য থাকবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷

এ সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, এই নির্দেশের পর থেকে খোরপোষের আবেদনের দিন থেকেই খোরপোষ পাওয়ার সুবিধা পাওয়া যাবে। এতদিন পর্যন্ত হিন্দু বিবাহ আইনে খোরপোষ পাওয়ার কোনও নির্দিষ্ট সময়ের কথা বলা ছিল না। যার ফলে অনেক সময় দেখা গিয়েছে, আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে সন্তান-সহ অসংখ্য স্ত্রীকে৷

সুপ্রিম কোর্ট জানিয়েছে, অসংখ্য মহিলা বিবাহ বিচ্ছেদ ও সন্তানের ভরণপোষণে জন্য দীর্ঘ দিন ধরে লড়াই করছেন। মামলা লড়তে গিয়ে তাঁদের চূড়ান্ত আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁদের অধিকার থেকে কখনও বঞ্চিত করা যাবেনা৷ ভরণপোষণে আবেদনের দিন থেকেই তাঁরা যাতে সেই সুবিধা পান, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আদালত।

এই রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের বিচারপতি ইন্দু মালহোত্রা ও বিচারপতি সুভাষ রেড্ডির বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, “আর্থিক অনটনে থাকা স্ত্রীদের পক্ষে মামলা লড়া সম্ভব হয়ে ওঠে না। মামলার কারনে তাঁদের আর্থিক সমস্যা যাতে আরও দীর্ঘ না হয়, সেই কারনেই আদালতে ভরণপোষণে আবেদন জানানোর দিন থেকেই স্ত্রী-রা অর্থ পেতে শুরু করবেন। তাতে তাঁদের আর্থিক সমস্যা কিছুটা লাঘব হবে। হিন্দু বিবাহ আইনে খোরপোষ দেওয়ার নির্দিষ্ট কোনও সময় সম্পর্কে কিছুই বলা নেই। দুই বিচারপতির মন্তব্য, এই বিষয়ে দ্রুত আলোচনার প্রয়োজন আছে৷

আরও পড়ুন- প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার শিলিগুড়ি থেকে, ধৃত বাবা-মেয়ে

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...