Sunday, November 16, 2025

হাথরসকাণ্ডের পর আদিবাসী বাড়িতে খাওয়া-দাওয়া অমিত শাহের কমেডি শো! কটাক্ষ অধীরের

Date:

উত্তরপ্ৰদেশে দলিত-আদিবাসীরা ধর্ষিতা হচ্ছে, আর এ রাজ্যে এসে তাঁদের বাড়িতেই দুপুরে ভাত খাচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এসব নাটক-অভিনয়-রাজনীতি মানুষ বোঝে। আজ, শুক্রবার এভাবেই অমিত শাহের কড়া সমালোচনা করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

এদিন কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা করে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে মেয় রোডে গান্ধী মূর্তির পাদদেশে পর্যন্ত এক অভিনব প্রতিবাদ মিছিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই তিনি অমিত শাহের দু’দিনের বঙ্গ সফর নিয়ে এমন কটাক্ষ করেন।

একইসঙ্গে কেন্দ্রের যে কৃষি বিল সেটা, কৃষকদের পক্ষে মোটেই সুবিধার নয়! স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতই বাংলা আসুক না কেন বাংলার মানুষ নিজের ভালোটা বোঝো! এদিন তিনি আরও প্রশ্ন তোলেন, কেন্দ্রের যে এনআরসি-সিএএ বিল পাস হয়ে গেছে সেটা এখনও কেন কার্যকরী হচ্ছে না? অধীরের দাবি, আসলে বিজেপির অন্দরেই এই নিয়ে অনেক মতভেদ আছে। বিজেপির একটা বড় অংশ এটা মেনে নিতে পারছে না। সেই জন্য এটা জনসমক্ষে আনছে না। নিয়ে আসলে নতুন বিতর্ক সৃষ্টি হবে দলের মধ্যেই।

এদিকে, অমিত শাহের আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে খাওয়া নিয়ে কটাক্ষ করে অধীর বলেন, এটা বিজেপির একটা নতুন রাজনীতি রঙ্গ! যখন সারা দেশ উত্তাল উত্তরপ্রদেশের হাথরস ঘটনা নিয়ে, যেখানে এক আদিবাসী দলিত কন্যা ধর্ষিত হয়েছেন, সেখানে তিনি একবারও যাননি। একটা বাক্যও খরচ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর বাংলায়এসে আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে খাওয়া-দাওয়া! এটা একটা কমেডি শো বলেই কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি!

আরও পড়ুন- গুরুংকে হারিয়ে মাথা চাপড়াচ্ছে বিজেপি, বুঝিয়ে গেলেন অমিত

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version