Friday, May 16, 2025

প্রভু এসেছিলেন, খেয়েওছিলেন, তবে অভাব ঘোচেনি হাওড়ার জগদীশের

Date:

Share post:

‘ভোজন রাজনীতি’ শুরুটা বঙ্গে চালু করেছে বিজেপি। নকশালবাড়ি থেকে প্রথম শুরু হয় এই রাজনীতির প্রচলন। রাজ্যের কোনও গরীব বা নিম্নবিত্তের বাড়িতে খাবার খেয়ে ওই শ্রেণীর মানুষকে বোঝানোর চেষ্টা ‘আমি তোমাদেরই লোক’। ২০২১-এ বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ফের শুরু হয়েছে অভিনব পন্থার এই রাজনীতি। কিন্তু যাদের বাড়িতে এসে নেতারা খেয়ে যাচ্ছেন পরবর্তীতে কেমন রয়েছে সেই সমস্ত পরিবার। এর আগে অমিত শাহ খেয়ে গিয়েছিলেন নকশালবাড়ির মাহালি দম্পতির বাড়িতে। সম্প্রতি তার চরম দুর্দশা দেখে তাকে চাকরি দিয়েছে রাজ্য। অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি হাওড়ার আদিবাসী পরিবার জগদীশের বাড়িতেও। ২০১৭ সালে এনার বাড়িতেই মধ্যাহ্নভোজ সেরেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু।

হাওড়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে ২০১৭ সালের ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে এসেছিলেন তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু। কর্মসূচি শেষ হওয়ার পর জনসংযোগটাও ভালোই করেন তিনি। হতদরিদ্র ট্যান্ডেল বাগানের জগদীশ মল্লিকের বাড়িতে চলে দুপুরের খাওয়া-দাওয়া। সেই খাওয়া-দাওয়ার আয়োজনে উপস্থিত ছিলেন সুরেশ প্রভু, দিলীপ ঘোষ সহ একাধিক ভিভিআইপি বিজেপি নেতা। নেতাদের সন্তুষ্ট করতে সাধ্যের বাইরে বেরিয়ে ভাত, ডাল, রুটি, সবজি, মিষ্টি সহ প্রচুর আয়োজন করে জগদীশের পরিবার। আশা ছিল কেন্দ্রের এইসব ভিভিআইপি নেতাদের সৌজন্য হয়তো জীবনে আসবে স্বচ্ছলতা। তবে সে ঘোর কাটতে বেশি সময় লাগেনি। বর্তমানে চরম অসহায় অবস্থায় থাকা জগদীশ বলেন, ‘২০১৫ সালের জুন মাসে চাকরি থেকে অবসর নিয়েছি। আগে যে ভাঙাচোরা কোয়ার্টারে থাকতাম, অবসরের পর সেটাও ছেড়ে দিতে হয়েছে। ভাইপো রেলের অস্থায়ী কর্মী। তাঁর দয়ায় পাশের একটা কোয়ার্টারে আছি।’

সংবাদমাধ্যমকে জগদীশ বলেন, স্ত্রী আর ছোট ছেলে সুজিতকে নিয়ে তিন জনের সংসার তাঁর। সুজিত বর্তমানে একটি বেসরকারি সংস্থায় ছোটখাটো চাকরি করে। নিজের সামান্য পেনশন ও সুজিতের রোজগারে কোনওমতে সংসার চলে আমাদের। তবে দিল্লিতে থাকা সুরেশ প্রভু না হয় জগদীশের খোঁজখবর নিতে পারেন না। কিন্তু রাজ্য বিজেপি নেতারা তো নিতে পারেন।

আরও পড়ুন: মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর, রাজ্যে ৩৫ লক্ষ কাজের ঘোষণা

জগদীশের অভিযোগ ওই দিনের পর থেকে বাড়িতে আসা তো দূরের কথা ফোনেও কেউ কখনও কোনও খোঁজ নেয়নি। তিনি আরও বলেন, নিজের একটা ঘর পর্যন্ত নেই কোয়াটারে। অন্যের দয়ায় থাকি। বর্ষাকালে এখানে জল জমে। ডেঙ্গু ম্যালেরিয়া সঙ্গে সারা বছর বাস আমাদের। যদিও ওই পরিবারের পাশে না দাঁড়ানোর অভিযোগ প্রসঙ্গে উত্তর হাওড়ার বিজেপি নেতা উমেশ রায় বলেন, ‘এ সব তৃণমূলের রটনা। ওই পরিবারের খোঁজখবর আমরা নিয়মিত রাখি। ওঁরা সবাই ভাল আছেন। মন্ত্রীর ওই মধ্যাহ্নভোজনের পরে বিজেপি-র প্রতি তাঁদের আগ্রহও বেড়েছে। ছোট ছেলে তো আমাদের দলের কর্মী। দলিত আদিবাসী পরিবারের পাশে বিজেপি নেতৃত্ব সব সময়েই আছে।’

spot_img

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...