Saturday, November 8, 2025

এবার কৃষ্ণনগরেও পোস্টার ‘দাদার অনুগামী’দের, নন্দীগ্রাম চলো-র ডাক

Date:

শুধু তাঁর নিজের গড় পূর্ব মেদিনীপুরে নয়, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই পোস্টার পড়ছে ‘দাদার অনুগামীদের’। অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূম বা গৌতম দেবের গড় শিলিগুড়ি পরে, এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে পোস্টার-ব্যানার পড়েছে কৃষ্ণনগর শহরে। আর তাঁর নিজের জায়গা কাঁথি এবং নন্দীগ্রামে চোখে পড়ছে ‘বাংলায় চাই’।

প্রথমে ‘আমরা দাদার অনুগামী’দের পোস্টার পড়েছিল পূর্ব মেদিনীপুরের একাধিক শহরে। পরে তা জঙ্গলমহলে ছড়ায়। এরপর বীরভূমের সিউড়িতে ফ্লেক্স টাঙানো হয়। তিনি নিজেই বিষয়টি দেখবেন বলে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এরপর পোস্টার ছড়ায় উত্তরবঙ্গে। শিলিগুড়ির পোস্টার নিয়ে তৃণমূলের তরফে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। এবার ‘দাদার অনুগামী’দের পোস্টার পড়ল কৃষ্ণনগরে।

শুক্রবার, জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তার পাশে ফ্লেক্সে শুভেন্দু অধিকারীরে সমাজসেবী বলে বর্ণনা করা হয়েছে। ১০ নভেম্বর নন্দীগ্রাম চলোর ডাকও দেওয়া হয়েছে সেই পোস্টারে। একটা সময়ে নদিয়া জেলার একটা অংশের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার বেশি নদিয়ার সঙ্গে তার সেরকম সম্পর্ক নেই।

১০ নভেম্বর নন্দীগ্রামে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার আগে সেখানকার পথে ঘাটে হোর্ডিং-এ লেখা ‘তোমার ভাবনায় বাংলা’। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে কাঁথি শহরে পড়েছে ব্যানার, পোস্টার।

শিলিগুড়ির মতো কৃষ্ণনগরের ক্ষেত্রেও তৃণমূলের একাংশের অভিযোগ, শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রমাণ করতেই এই ধরনের পোস্ট লাগাচ্ছে বিজেপি।  যদিও বিজেপির তরফ থেকে তৃণমূলের তোলা অভিযোগকে অস্বীকার করা হয়েছে। গেরুয়া শিবিরের মতে, পোস্টার মারার ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের ফল।

এই পরিস্থিতিতে ১০ নভেম্বরের সভা থেকে শুভেন্দু অধিকারী চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানান কি না সেদিকেই তাকিয়ে সবাই।

আরও পড়ুন:কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version