Wednesday, November 5, 2025

বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের প্রস্তুতি

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ডিসেম্বরে ভার্চুয়াল বৈঠক সম্পন্ন করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি যাবেন। কবে দিল্লি যাচ্ছেন জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, ‘বৈঠকের তারিখ নির্ধারিত হওয়ার পরে দিল্লি যাবো। ওই বৈঠকটি ১৬ ডিসেম্বরের আশেপাশে হবে।’

 

বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে?

মাসুদ বিন মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো থাকবে। এছাড়াও কয়েকটি প্রকল্প ডিজিটালি উদ্বোধন হবে।’ মুজিববর্ষ এবং স্বাধীনতা ও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান যৌথভাবে কিভাবে উদযাপন করা যায় সেটি নিয়েও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা শীঘ্রই অনুষ্ঠিত হবে। সেখানে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটির আলোকে এজেন্ডা নির্ধারণ করার জন্য আমরা নিজেরা আলোচনা করবো।’

গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বৈঠকে জল সহযোগিতা, কোভিড-১৯ সহযোগিতা, কানেক্টিভিটি, সীমান্ত হত্যাকাণ্ড, বাণিজ্য বাধা দূরীকরণ, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তাসহ অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে ২০১৫ সালে নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন এবং স্থল সীমান্ত চুক্তির প্রটোকল চূড়ান্ত হয় ওই সফরে। এরপর ফিরতি সফর হিসাবে ২০১৭ সালে শেখ হাসিনা দিল্লি সফর করেন। ২০১৯ এ ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম অনুষ্ঠানের পাশাপাশি তিনি দ্বিপক্ষীয় সফরে ভারতে যান। এ বছর ১৭ মার্চ মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আসার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে সেটি বাতিল করা হয়।

আরও পড়ুন-আইসিইউতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...