পুলিশকর্তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪০কোটি টাকা, নোটিশ পাঠিয়ে তথ্য তলব আয়কর বিভাগের

বারাকপুরের সাম্প্রতিক ঘটনাসমূহে শিরোনামে উঠে আসা বারাকপুর পুলিশ কমিশনারেটের এক যুগ্ম পুলিশ কমিশনারের স্ত্রীকে নোটিশ দিলো আয়কর বিভাগ।

এই IT নোটিশে জানতে চাওয়া হয়েছে, বিশেষ একটি সংস্থার অ্যাকাউন্ট থেকে ওই পুলিশ কর্তার স্ত্রী’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন, কোন কারনে হিসাব বহির্ভূতভাবে ৪০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে? আয়কর বিভাগের প্রাথমিক তদন্তে এই লেনদেনের বিষয়টি উঠে এসেছে এবং তাদের সন্দেহ, গোটা লেনদেনই অবৈধ৷ নোটিশে ওই ৪০ কোটি টাকা কীভাবে অ্যাকাউন্টে ঢুকেছে, যুগ্ম পুলিশ কমিশনারের স্ত্রীকে দ্রুত তা বিশদে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন : জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি এনামুলের, গরু পাচারে সিবিআইয়ের নজরে তিনজেলা

আরও পড়ুন : এবার জিএসটি নিয়ে কাঠগড়ায় টাটা গোষ্ঠী

এই হিসাব বহির্ভূত এবং অবৈধ লেনদেনের সঙ্গে ওই মহিলার স্বামী এই হিসাব বহির্ভূত এবং অবৈধ লেনদেনের সঙ্গে ওই মহিলার স্বামী তথা বারাকপুরের যুগ্ম পুলিশ কমিশনার যুক্ত কি’না, জড়িত থাকলে, কীভাবে যুক্ত হলেন, তারও তদন্ত শুরু করেছে আয়কর বিভাগ৷

Previous articleবাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের প্রস্তুতি
Next articleরাজ্যে বিজেপি এলে তৎপর কেন্দ্রীয় এজেন্সির হাতে সুরক্ষিত হবে সীমান্ত : শাহ