জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি এনামুলের, গরু পাচারে সিবিআইয়ের নজরে তিনজেলা

গরু পাচার মামলায় ধৃত এনামুলকে শনিবারই আনা হচ্ছে কলকাতায়। পশ্চিমবঙ্গের তিনটি জেলাকে সিবিআই চিহ্নিত করেছে। তদন্তকারীদের মতে, এই তিনটে জেলা থেকেই প্রধানত অপরাধ সংগঠিত হত। যে জায়গাগুলি থেকে প্রধানত গরু পাচার হত, তদন্তকারীদের মতে সেগুলি হল- বসিরহাট, মালদহ, মুর্শিদাবাদ।

আরও পড়ুন:শাহকে চ্যালেঞ্জ জানাতে সেই মতুয়া বাড়ির পাশেই বিরাট সমাবেশ তৃণমূলের

অভিযোগ, বিএসএফ বা কাস্টমসের থেকে ধরা গরু নিলামে কিনে প্রায় সাতগুণ দামে তা বিক্রি করা হত। তারপর অবৈধ সিন্ডিকেটের ছাপ দিয়ে সেই গরুগুলি পাচার করা হত। যে জেলাগুলিতে অপরাধ সংঘটিত হত, সেই তিনটি জেলায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সিবিআইয়ের বিশেষ দল। সূত্রের খবর এনামুলকে জেরা করে বসিরহাটের এক ব্যবসায়ীর কথা জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকেও নজরে রাখা হয়েছে।

Previous articleশাহকে চ্যালেঞ্জ জানাতে সেই মতুয়া বাড়ির পাশেই বিরাট সমাবেশ তৃণমূলের
Next articleকোথায় নব্যরা? মধ্যাহ্নভোজেও এক পঙক্তিতে আদি বিজেপি নেতৃত্ব!