Sunday, November 9, 2025

খায়রুল আলম (ঢাকা) : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ডিসেম্বরে ভার্চুয়াল বৈঠক সম্পন্ন করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি যাবেন। কবে দিল্লি যাচ্ছেন জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, ‘বৈঠকের তারিখ নির্ধারিত হওয়ার পরে দিল্লি যাবো। ওই বৈঠকটি ১৬ ডিসেম্বরের আশেপাশে হবে।’

 

বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে?

মাসুদ বিন মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো থাকবে। এছাড়াও কয়েকটি প্রকল্প ডিজিটালি উদ্বোধন হবে।’ মুজিববর্ষ এবং স্বাধীনতা ও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান যৌথভাবে কিভাবে উদযাপন করা যায় সেটি নিয়েও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা শীঘ্রই অনুষ্ঠিত হবে। সেখানে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটির আলোকে এজেন্ডা নির্ধারণ করার জন্য আমরা নিজেরা আলোচনা করবো।’

গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বৈঠকে জল সহযোগিতা, কোভিড-১৯ সহযোগিতা, কানেক্টিভিটি, সীমান্ত হত্যাকাণ্ড, বাণিজ্য বাধা দূরীকরণ, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তাসহ অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে ২০১৫ সালে নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন এবং স্থল সীমান্ত চুক্তির প্রটোকল চূড়ান্ত হয় ওই সফরে। এরপর ফিরতি সফর হিসাবে ২০১৭ সালে শেখ হাসিনা দিল্লি সফর করেন। ২০১৯ এ ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম অনুষ্ঠানের পাশাপাশি তিনি দ্বিপক্ষীয় সফরে ভারতে যান। এ বছর ১৭ মার্চ মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আসার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে সেটি বাতিল করা হয়।

আরও পড়ুন-আইসিইউতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version