Monday, November 10, 2025

খায়রুল আলম (ঢাকা) : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ডিসেম্বরে ভার্চুয়াল বৈঠক সম্পন্ন করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি যাবেন। কবে দিল্লি যাচ্ছেন জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, ‘বৈঠকের তারিখ নির্ধারিত হওয়ার পরে দিল্লি যাবো। ওই বৈঠকটি ১৬ ডিসেম্বরের আশেপাশে হবে।’

 

বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে?

মাসুদ বিন মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো থাকবে। এছাড়াও কয়েকটি প্রকল্প ডিজিটালি উদ্বোধন হবে।’ মুজিববর্ষ এবং স্বাধীনতা ও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান যৌথভাবে কিভাবে উদযাপন করা যায় সেটি নিয়েও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা শীঘ্রই অনুষ্ঠিত হবে। সেখানে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটির আলোকে এজেন্ডা নির্ধারণ করার জন্য আমরা নিজেরা আলোচনা করবো।’

গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বৈঠকে জল সহযোগিতা, কোভিড-১৯ সহযোগিতা, কানেক্টিভিটি, সীমান্ত হত্যাকাণ্ড, বাণিজ্য বাধা দূরীকরণ, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তাসহ অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে ২০১৫ সালে নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন এবং স্থল সীমান্ত চুক্তির প্রটোকল চূড়ান্ত হয় ওই সফরে। এরপর ফিরতি সফর হিসাবে ২০১৭ সালে শেখ হাসিনা দিল্লি সফর করেন। ২০১৯ এ ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম অনুষ্ঠানের পাশাপাশি তিনি দ্বিপক্ষীয় সফরে ভারতে যান। এ বছর ১৭ মার্চ মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আসার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে সেটি বাতিল করা হয়।

আরও পড়ুন-আইসিইউতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version