Monday, November 3, 2025

‘আমেরিকার রাষ্ট্রপতি হবে তুমিও’, নাতনির সঙ্গে কমলার আদুরে ভিডিও ভাইরাল

Date:

আমেরিকায় চলছে রাষ্ট্রপতি নির্বাচন। গোটা দেশের নজর রয়েছে এই নির্বাচনের দিকে। একদিকে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জো বাইডেন এবং উপ রাষ্ট্রপতি পদের দৌড়ে কমলা হ্যারিস। আপাতত নির্বাচনের যা হাল-হকিকত তাতে জো বাইডেন এবং কমলা হ্যারিসের জয় শুধু সময়ের অপেক্ষা। এমনই এক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠল মাত্র ১২ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও। অল্প সময়ের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট মেয়ের সঙ্গে কথোপকথন করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘চাইলে তুমিও আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো। কিন্তু এখন নয়। ৩৫ বছর বয়স পার হলেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে তুমি।’

জানা গিয়েছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি চেয়ারে বসে রয়েছেন কমলা দু’হাত দিয়ে জড়িয়ে রয়েছেন এক ছোট্ট মেয়েকে। সম্পর্কে সে কমলার নাতনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার আগ্রহও কম নয়। কমলা কিসে জিজ্ঞাসা করছে কিভাবে আমেরিকার রাষ্ট্রপতি হওয়া যায়? উত্তরে কমলা তাকে বলছেন, ‘যখন তোমার ৩৫ বছর বয়স হবে তখন তুমি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে।’ পাল্টা উত্তরে মেয়েটি তাকে জানায়, ‘আমি অ্যাস্ট্রোনট প্রেসিডেন্ট হতে চাই।’ মাত্র ১২ সেকেন্ডারি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কমলার ভাইঝি মিনা হ্যারিস। এরপরই সোশ্যালমিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সেটি। প্রায় ৯০ হাজার মানুষ ভিডিওতে লাইক ও কমেন্ট করেছেন।

আরও পড়ুন:গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়, মামলা দায়ের মিলিন্দের বিরুদ্ধে

প্রসঙ্গত, আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে চলে আসবে নির্বাচনের ফলাফল। এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় কার্যত নিশ্চিত করে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দীর্ঘদিন ধরে প্রচারে তিনি যেভাবে কমলাকে নিয়ে গোটা আমেরিকা ঘুরে বেরিয়েছেন তাতে বাইডেন জিতলে উপরাষ্ট্রপতি পদ কার্যত নিশ্চিত কমলা হ্যারিসের।

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version