Tuesday, November 11, 2025

মধ্যপ্রদেশে ঘুরে বেড়াতো ডাইনোসর! মাটির নীচে মিলল জীবাশ্মে পরিণত হওয়া ৭টি ডিম

Date:

সে কোন আদিম যুগে হেঁটে বেড়াতো তারা পৃথিবীর বুকে! এখন মাটি খুঁড়লে কেবল পাওয়া যাবে তাদের জীবাশ্ম। তবে শুনে অবাক হবেন এককালে ভারতেও ছিল এই আদিম যুগের সরীসৃপেরা।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে মধ্যপ্রদেশ থেকে মাঝে মাঝেই ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ মিলছে। এর আগে মধ্যপ্রদেশের জবলপুর থেকে ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ভারতীয় অনুষঙ্গে যার নাম রাখা হয়েছে রাজাসরাস! ফের মধ্যপ্রদেশের মান্দলা থেকে পাওয়া গেল জীবাশ্মে পরিণত হয়ে যাওয়া ডাইনোসরের ৭টি ডিম।

এই ৭টি ডিম মান্দলা পুলিশ হেড কোয়ার্টার থেকে ৪ কিলোমিটার মতন দূরত্বে অবস্থিত মোহনটোলা নামে এক এলাকা থেকে আবিষ্কৃত হয়েছে। জানা গেছে, ওই এলাকায় একটি পুকুর খোঁড়ার কাজ চলছিল। ওই সময়েই স্থানীয়রা ডাইনোসরের জীবাশ্মে পরিণত হয়ে যাওয়া ডিমগুলি আবিষ্কার করে। ডক্টর হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের জিওলজির অধ্যাপক প্রফেসর পি কে কথল জানিয়েছেন, ডিমগুলোর গড় প্রস্থ ৪০ সেন্টিমিটার এবং তাদের গড় ওজন ২.৬ কেজি! মনে করা হচ্ছে, জীবাশ্ম গুলো প্রায় ৬৫ মিলিয়ন বছর পুরনো। ডিম গুলি সম্ভবত তৃণভোজি প্রজাতির ডাইনোসরের।

আরও পড়ুন : পুষ্টিহীনতায় মেয়েদের উচ্চতা কমছে, জানাচ্ছেন গবেষকরা

ডক্টর হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের জিওলজির অধ্যাপক প্রফেসর পি কে কথল জানিয়েছেন, এই ডিমগুলো আসলে ডাইনোসরের জীবাশ্মে পরিণত হয়ে যাওয়া ডিম। তিনি ডিমগুলোকে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ওরফে SEM দিয়ে ভালো মতো পরীক্ষা করে দেখেছেন। তা থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই ডিমগুলো পৃথিবীর ক্রেটাসিয়াস পর্বের। অর্থাৎ, আজ থেকে ৬৫ মিলিয়ন বছর আগের। যদিও এগুলো ঠিক কোন জাতের ডাইনোসর, সে ব্যাপারে কথল কিছু বলে উঠতে পারেননি তিনি। তবে তাঁর দাবি এই প্রজাতি এর আগে ভারতে দেখা যায়নি!

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version