Monday, August 11, 2025

বম্বে হাইকোর্টে মিলল না জামিন, আপাতত জেলই নিয়তি অর্ণবের

Date:

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার হওয়া অর্ণব গোস্বামীর জামিনের আবেদন সোমবার খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। যদিও আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত অর্ণব গোস্বামী এই মামলায় জামিনের আবেদন করতে পারবেন নিম্ন আদালতে। ফলস্বরূপ নিম্ন আদালতে আবেদন ও সেখানকার রায়ের ভিত্তিতে নির্ধারিত হবে অর্ণবের ভাগ্য। তবে এটা স্পষ্ট যে আপাতত জেলেই থাকতে হচ্ছে রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামীকে।

২০১৮ সালে এক ইন্টেরিয়র ডিজাইনার ও তার মায়ের আত্মহত্যার ঘটনায় গত ৪ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল অর্ণব গোস্বামীকে। গ্রেফতারের পর থেকে বর্তমানে জেল হেফাজতের করেছেন তিনি। যদিও অর্নবের অভিযোগ এই গ্রেপ্তারি সম্পূর্ণ বেআইনি। ফলস্বরূপ এই মামলায় জামিন পেতে বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন অর্ণব গোস্বামী। সোমবার তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হল আদালতের তরফে। জেল থেকে মুক্তি পেতে বর্তমানে অর্নবের কাছে আপাতত খোলা রয়েছে নিম্ন আদালতের রাস্তা। সোমবার দুপুরেই সেখানে জামিনের আবেদন করেছেন তিনি। জানা গিয়েছে, আগামী চার দিনের মধ্যে অর্ণবের জামিনের আবেদন খতিয়ে দেখে মামলার রায় ঘোষণা করবে নিম্ন আদালত।

আরও পড়ুন:একুশের ভোটের রূপরেখা তৈরি হলো, দিল্লিতে বৈঠক সেরে দিলীপ

অন্যদিকে গ্রেফতারের পর থেকেই জেল হেফাজতে অর্ণব গোস্বামীকে আলাদাভাবে রাখা হয়েছিল আলিবাগ জেলের কোভিড-১৯ কেন্দ্রে। সম্প্রতি সেখানে মোবাইল ফোন ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি জেল কর্তৃপক্ষের নজরে পড়ার পরই রায়গড়ের তলোজা জেলে স্থানান্তরিত করা হয়েছে রিপাবলিক টিভির ওই সঞ্চালককে। এ প্রসঙ্গে রায়গড় ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, সম্প্রতি জেল হেফাজতে থাকাকালীন অর্ণব গোস্বামী অন্য একজন ব্যক্তির মোবাইল ব্যবহার করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তার গতিবিধি নজরে পড়েছে। যার জেরেই এই সিদ্ধান্ত।

 

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version