এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে আলিপুরদুয়ারে দেখা গেল ব্যানার। লেখা রয়েছে “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমরা দাদার অনুগামী , আলিপুরদুয়ার জেলা”। এই ব্যানার নিয়ে শোরগোল জেলার রাজনৈতিক মহলে। জেলা তৃণমূল পার্টি অফিসের সামনে এই পোস্টারে অস্বস্তিতে নেতৃত্ব।

রবিবার সকালে আলিপুরদুয়ারে বহু এই ধরনের ব্যানার-পোস্টার লক্ষ্য করা যায়। কারা এই পোস্টার লাগালো তা নিয়ে আলিপুরদুয়ার শহরে জল্পনা শুরু হয়। পোস্টার লাগানোর ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করছেন তৃণমূল। অন্যদিকে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন : মালদহে শাসকদলের অনুষ্ঠানে গরহাজির কৃষ্ণেন্দু-মোয়াজ্জেম-মৌসম, জল্পনা তুঙ্গে
