সকাল সাড়ে সাতটার ফ্লাইটে দমদম থেকে দিল্লি গেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হঠাৎ জরুরি তলব। তলব করেছেন বিজেপি সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। অমিত শাহের সঙ্গে কলকাতা সফরে এসেছিলেন সন্তোষ। দিল্লি পৌঁছেই বৈঠকে বসবেন দিলীপ ঘোষ। সঙ্গে থাকছেন দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী সহ-সম্পাদক কিশোর বর্মন এবং সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

হঠাৎ কেন কেন্দ্রীয় নেতৃত্বের তলব? যে কারণে উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলীপকে ফিরতে হয়েছে কলকাতায়! বিমান ছাড়ার আগের মুহূর্তে দিলীপ জানালেন, একেবারেই সাংগঠনিক বৈঠক। অমিত শাহের সফরের পর সাংগঠনিকভাবে কী কী পদক্ষেপ করতে হবে নির্বাচনের দিকে তাকিয়ে, মূলত সেই আলোচনাই হবে বৈঠকে।


একটি মহল থেকে সাংগঠনিক রদবদলের সম্ভাবনার কথা চাউর করা হচ্ছে। দিলীপের স্পষ্ট কথা, আমার জানা নেই, যারা বলছেন তাদেরকে জিজ্ঞাসা করুন।

আরও পড়ুন : গ্রেফতার তিন ভারতীয় স্বর্ণ ব্যবসায়ী

