Wednesday, August 27, 2025

মালদায় সাফাইকর্মীদের আন্দোলনে লাঠিচার্জ ইংরেজবাজার থানার পুলিশের

Date:

মালদহে আন্দোলনকারী সাফাইকর্মীদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কাঠগড়ায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

গত এক মাস ধরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ চলছে সাফাই কর্মীদের। ৪২ জন সাফাই কর্মীকে কোনরকম আগাম নোটিশ ছাড়াই ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে তাঁদের কাজে বহাল করার দাবি তুলে আন্দোলনের নামে মালদা বাশফোর ও হরিজন’ ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০ টি ওয়ার্ড রয়েছে। গত কয়েক বছরে তৈরি হয়েছে ট্রমা কেয়ার সেন্টার সহ একাধিক নতুন ব্লক। দৈনিক মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসা নেন আড়াই হাজারেরও বেশি রোগী। এছাড়া বিভিন্ন অন্তঃবিভাগে চিকিৎসা পান আরো হাজারেরও বেশি রোগী। আগের তুলনায় পরিছন্নতা খানিকটা হলেও বেড়েছে।

আরও পড়ুন : ‘দাদার অনুগামীদের’ ব্যানার-পোস্টার আলিপুরদুয়ারেও

আন্দোলনকারীদের দাবি, করোনা পরিস্থিতির মধ্যে এইসব সাফাই কর্মীরাই নিজেদের জীবন বাজি রেখে হাসপাতাল সাফাইয়ের কাজ করেছেন। অথচ, নতুন সাফাই এজেন্সি দায়িত্বে আসার পরেই মালদা মেডিকেল কলেজের ২৭৭ জন সাফাই কর্মীর মধ্যে ৪২ জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপরই অস্থায়ী কর্মীরা কর্ম বিরতি শুরু করেন। যদিও, কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িকভাবে বিক্ষোভ আন্দোলন স্থগিত হয়।

সোমবার ফের মালদা বৃন্দাবনী ময়দানে জমায়েত করেন কয়েকশো সাফাই কর্মী। অস্থায়ী কর্মীদের স্থায়ী করণ, বেতন বৃদ্ধি, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্নিয়োগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হয় তাদের। তবে রাজি না হওয়ায়, লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version