দীর্ঘ সময় পর আবারও মিরপুরের হোম অব ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ফিটনেস টেস্ট দেবেন তিনি।

আরও পড়ুন- নির্বাচনমুখী গুরুত্বপূর্ণ বৈঠক সারতে দিলীপ-অমিতাভরা দিল্লিতে


২০১৯-এর ২৮ নভেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষ পা রেখেছিলেন তিনি ।
৩৭৮ দিনের জন্য মিরপুরের হোম অব ক্রিকেটে পা মাড়ায়নি টাইগারদের বিশ্বসেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ফিরেছেন দেশেও। এবার মাঠে ফেরার অপেক্ষা। আজ সোমবার সকাল ১০টায় বিপ টেস্ট দেবেন সাকিব। এই টেস্টকে উতরালেই ফের মাঠে ফেরা শুধু সময়ের অপেক্ষা ।
