পুলিশ হেফাজতে বন্দি-মৃত্যুতে জেল হেফাজত বোলপুর থানার আইসি-র

পুলিশ হেফাজতে বন্দি-মৃত্যুর ঘটনায় জেল হেফাজত দেওয়া হল বোলপুর থানার আইসিকে। ২০১৬ সালে বোলপুর থানার হেফাজতে থাকা রাজু থান্ডার নামে এক যুবককে খুন করার অভিযোগ ওঠে। তারপরই পরিবারের লোকজন বোলপুর থানায় বিক্ষোভ দেখান। সেই ঘটনায় অভিযুক্ত আইসি প্রবীরকুমার দত্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বোলপুর আদালত।

আরও পড়ুন : অবশেষে ভদ্রেশ্বরের নয়ানজুলিতে মিলল বিষ্ণু মালের মুণ্ড

সেই সময় বোলপুর থানার দায়িত্বে থাকা আইসি প্রবীর দত্ত নরেন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেন। সেখান থেকে এদিন তাঁকে বোলপুর আদালতে নিয়ে আসা হয়। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

আরও পড়ুন : করোনা পজিটিভ রাজ্য পুলিশের DG বীরেন্দ্র

তাঁকে অ্যাম্বুল্যান্সে করে বোলপুর আদালতে নিয়ে যাওয়া হয়। তিনি অসুস্থ বলে জানিয়ে কোর্টের বাইরে অ্যাম্বুল্যান্সে বসেই বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি সওয়াল-জবাব হয়। তারপর এই নির্দেশ দেন বিচারক।

Previous articleবিহার ভোটে নির্বাচন কমিশন ঘোষিত আপাতত ফলাফল
Next articleএগোচ্ছে মহাজোট, চাপ বাড়ছে গেরুয়া শিবিরের? ক্ষমতার আরও কাছে তেজস্বী !