Sunday, November 16, 2025

“তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী

Date:

“তৃণমূলে ফেরার কথা ভাবিনি, ভাবছিও না।আমার যে ন্যূনতম প্রাসঙ্গিকতা আছে তা তৃণমূলের কলকাতার নেতারা মনে করেন না।”

বিধানসভা ভোটের মুখে ফের দলকে অস্বস্তিতে ফেললেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ৷

নিজের দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী বলেছেন, “যারা আমাকে আজ বিধায়ক পদে ইস্তফা দিতে বলছেন, তাঁরা আগে অন্য দল থেকে এতদিন যারা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের বিধায়ক পদ থেকে ইস্তফার চিঠিগুলো দেখান”৷

বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে মিহিরবাবু বলেছেন, ‘‘অমিত শাহ অনেক ওপরের মানুষ৷ আমার মতো মানুষকে তিনি ডাকলে নিশ্চয়ই কথা বলবো। তবে, আমার মতো ক্ষুদ্র মানুষকে যে তিনি ডাকবেন এটা আশা করি না। জল্পনা বাড়িয়ে লাভ নেই, একমাত্র সময়-ই বলবে আমি বিজেপিতে যাচ্ছি কিনা। তবে যদি ওই দলে যাই কোনও কিছুর বিনিময়ে যাবো না৷ মানুষের কাজের ইচ্ছে নিয়ে আমি আমার সিদ্ধান্ত নেব।’’

একুশের বিধানসভা ভোট আর কয়েক মাস পরই৷ আসন্ন ভোটে বাংলার ক্ষমতা দখলে মরিয়া বিজেপি৷ উত্তরবঙ্গে এমনিতেই বিজেপির সাংগঠনিক শক্তি বেশি। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশাতীত সাফল্য পেয়েছে গেরুয়া-শিবির। তার মধ্যেই উত্তরবঙ্গের এক তৃণমূল বিধায়কের ‘বিদ্রোহ’, অস্বস্তিতে ফেলছে তৃণমূলকে৷

প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরেই দলের প্রতি তোপ দেগে চলেছেন মিহির গোস্বামী। দলের কিছু নেতার আচরণে তিনি মর্মাহত বলে জানিয়েছিলেন। ওদিকে সুযোগ পেয়ে মিহিরবাবুকে দলে টানতে নেমেছে বিজেপি।

আরও পড়ুন:আনন্দ হোক বা হতাশা- প্রকাশে যেন বিশৃঙ্খলা না থাকে: জন্মদিন থেকেই বার্তা তেজস্বীর

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version