Monday, November 10, 2025

এই ২০২০-র মতোই ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ‘এক্সিট পোল’ জানিয়েছিলো নীতীশ কুমার হারছেন, বিজেপি জয়ী হতে চলেছে৷ ওই বছর একদিকে ছিলো JDU তথা নীতিশ, RJD এবং কংগ্রেস ৷ বিপক্ষে ছিলো NDA তথা বিজেপি৷ এক্সিট পোল বলেছিলো, বিজেপি বিজয়ী হতে চলেছে৷ কিন্তু ফলপ্রকাশের পর দেখা যায়, আসলে হয়েছিল সম্পূর্ণ উল্টো ৷ JDU, RJD ও কংগ্রেস মহাগোঠবন্ধন বানিয়ে বিজেপিকে হারিয়ে দিয়েছিল ৷ ২০১৫ সালে মহাগোঠবন্ধন জয়লাভ করার পর RJD, কংগ্রেস ও অন্যান্য দলের সঙ্গে সরকার তৈরি করেছিলেন নীতীশ ৷ নীতিশ কুমার হন মুখ্যমন্ত্রী এবং লালু প্রসাদের ছেলে RJD-র তেজস্বী উপমুখ্যমন্ত্রী ৷
বেশিদিন এই মধুচন্দ্রিমা গড়ায়নি৷ ২০১৭ সালে মহাগোঠবন্ধন ভেঙে বেরিয়ে গিয়েছিলেন নীতিশ এবং পরে বিজেপির সঙ্গে মিলে সরকার গঠন করেছিলেন৷

JDU নেতা নীতীশ কুমার ২০০৫ সালে ক্ষমতায় এসেছিলেন ৷ ২০১০-এর নির্বাচনেও জনতা নীতীশকেই ক্ষমতায় আনেন ৷ বিজেপির সঙ্গে নীতিশের বিরোধের কারনে ২০১৫-তে নীতীশ জোট গড়েন লালু যাদবের পার্টি RJD-র সঙ্গে, পাশে ছিলো কংগ্রেস৷ এক্সিট পোল জানিয়েছিলো, নীতীশ বিপুলভাবে হারছেন, জিতছে বিজেপি৷ কিন্তু আসল ফল ছিলো বিপরীত৷

তাই ২০২০-এর এক্সিট পোল বিশ্বাস না করছেন না নীতীশ-সমর্থকরা৷ ২০১৫-তে এক্সিট পোলে দাবি করা হয় NDA সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে ৷ এমনকি বিজেপি পার্টি অফিসে জয়ের লাড্ডুও মজুত করা হয়েছিলো ৷ নির্বাচনের ফলাফল এমন হয়নি৷ NDA-কে যে আসন এক্সিট পোলে দেওয়া হয়েছিল তা দখল করে নেয় নীতিশের মহাগোঠবন্ধন ৷

এ বছরের এক্সিট পোল জানিয়েছে, তেজস্বীর নেতৃত্বে RJD জয় নিয়ে প্রায় নিশ্চিত৷ বিহারবাসী তথা গোটা দেশই ভাবছে তেজস্বীই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী ৷ এক্সিট পোল সেকথা বললেও অনেকেই বলছেন, ২০১৫ সালের কথা মাথায় রাখা দরকার৷ সে কারনেই বোধহয় তেজস্বী দলের কর্মীদের আগাম কোনও উৎসব করতে মানা করেছেন ৷

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version